কুষ্টিয়ার ভেড়ামারায় আজ ১৮টি পাখিকে অবমুক্ত করলেন ইউএনও দীনেশ সরকার।

প্রকাশিত: ৩:৪৩ অপরাহ্ণ, আগস্ট ২৯, ২০২১

মোঃ শৌভন আহম্মেদ সবুজ নিজস্ব প্রতিনিধি

আজ রোববার ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার দীনেশ সরকার এর হস্তক্ষেপে ১৮ টি খাঁচা বন্দী পাখিকে মুক্ত আকাশে ছেড়ে দেয়া হয়েছে। এর আগেও ভেড়ামারার হাটে বাজারে অভিযান চালিয়ে খাচা বন্দী অনেক পাখি অবমুক্ত করেছেন।তারি ধারাবাহিকতায় তিনি আজ শিকারী ও তথাকথিত পাখি কালেক্টরদের নিকট থেকে উদ্ধার করে মুক্ত আকাশে ছেড়ে দিয়ে জীব বৈচিত্র্য রক্ষায় পরিবেশের ভারসাম্য রক্ষায়, বিলুপ্ত প্রায় পাখির অস্তিত্ব রক্ষায় দায়িত্বশীল প্রশাসকের ভুমিকায় ব্যবস্থা নিয়েছেন।

আজ ১৭ টি টিয়া ও ১ ঘুঘুকে ফাঁদ থেকে মুক্তি দেন ইউএনও। সেই সাথে পাখি ব্যবসায়ীদেরকে দিয়েছেন কড়া বার্তা। এর পর থেকে এরুপ অভিযোগের সত্যতা মিললে সংশ্লিষ্ট শিকারীর জন্য আইনগত ব্যবস্থা।

এবিষয়ে জানতে চাইলে ইউএনও দীনেশ সরকার বলেন, পাখির স্হান হবে মুক্ত আকাশে কোনো বদ্ধ খাচায় নয়।আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি এবং এযাবৎ অনেক পাখিকে অবমুক্ত করেছি । এবং এই অভিযান চলমান থাকবে।




error: Content is protected !!