কুষ্টিয়ার ভেড়ামারায় করোনা সংক্রমণ রোধে ভ্রাম্যমান আদালতের অভিযান ৮ টি মামলায় ১০জন দোষীকে ৫ হাজার ৩’শ টাকা অর্থদন্ড।
মোঃ শৌভন আহম্মেদ সবুজ নিজস্ব প্রতিনিধি
কুষ্টিয়ার ভেড়ামারায় কঠোর লক ডাউন নির্দেশনা অনুসারে করোনা সংক্রমণ রোধে আজ বুধবার ভ্রাম্যমান আদালতের নিয়মিত অভিযানে
৮ টি মামলায় ১০জন দোষীকে ৫ হাজার ৩’শ টাকা অর্থদন্ড দিয়েছেন কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিষ্ট্রেট দীনেশ সরকার।
২৮ জুলাই একাধারে ভেড়ামারা রেল বাজার, ফারাকপুর উত্তর রেলগেট, নতুনহাট, সমিতির মোড়, গোলাপনগর, বাগগাড়ীর মোড়, ইসলামপুর, বাহাদুরপুর বাজার, কুচিয়ামোড়া বাজার, পরাণখালী বাজার, মানিক পাড়া, জগশ্বর জয়বাংলা মোড়, ধরমপুর বাজার ও সাতবাড়ীয়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করে মোবাইল কোর্ট এর মাধ্যমে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ মোতাবেক ৮ মামলায় ১০ অপরাধীকে ৫,৩০০/- অর্থদন্ড প্রদান করা হয়।
কঠোর লক ডাউন বাস্তবায়নে জনস্বার্থে এই অভিযান চলমান রাখবেন স্থানীয় প্রশাসন।