কুষ্টিয়ার ভেড়ামারায় কোভিট ১৯এর ভ‍্যাকসিন দেয়ার সময়সূচি প্রকাশ।

প্রকাশিত: ৫:৫৬ অপরাহ্ণ, আগস্ট ৭, ২০২১

মোঃ শৌভন আহম্মেদ সবুজ নিজস্ব প্রতিনিধি
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা,ইউনিয়ন পরিষদে টিকা প্রদান কার্যক্রম সম্পর্কে পূর্বের সরকারি সিদ্ধান্তের কিছুটা পরিবর্তন হয়েছে। আগামী ৭ তারিখে মোকারিমপুর ও বাহাদুরপুর ইউনিয়নে শুধু মাত্র ১,২ ও ৩নং ওয়ার্ডে (প্রতি ওয়ার্ডে ২০০ জন করে) টিকা প্রদান করা হবে এবং বাহিরচর, চাঁদগ্রাম, জুনিয়াদহ ও ধরমপুর ইউনিয়নে আগামী ৮ তারিখে শুধু ১,২ ও ৩নং ওয়ার্ডে (প্রতি ওয়ার্ডে ২০০ জন করে) টিকা প্রদান করা হবে।এবং পরবর্তীতে সকল ইউনিয়নের বাকি ওয়ার্ডগুলোতে টিকা প্রদান করা হবে। এই টিকা প্রদান কর্মসূচি সম্পর্কে জানতে চাইলে ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার জনাব দীনেশ সরকার দৈনিক অপরাধকে জানিয়েছেন, এই টিকা সবাই পাবে তবে তা একটা শৃংখলার মধ্য দিয়ে।এজন্য সকলের সার্বিক সহযোগিতা তিনি কামনা করেছেন।এবং স্বাস্থ্য বিধি মেনে নির্ধারিত সময়ে উপস্থিত হয়েটিকা গ্রহণ করার জন্য তিনি উদ‍্যাত আহ্বান জানান।




error: Content is protected !!