কুষ্টিয়ার ভেড়ামারায় পানিবন্দী মানুষের পাশে দাড়ালেন ইউএনও ।দিলেন পয়:নিষ্কাশনের আশ্বাস।
মো:শৌভন আহম্মেদ সবুজ নিজস্ব প্রতিনিধি
কুষ্টিয়ার ভেড়ামারা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের অন্তর্গত অবহেলিত পূর্ব বামনপাড়ার জলমগ্ন এলাকাবাসীর পাশে দাঁড়ালেন সুযোগ্য ইউএনও জনাব দীনেশ সরকার। পৌরসভা এলাকার নিম্নাঞ্চল হওয়ায় প্রতিবছর বন্যায় বিপর্যস্ত হয়ে পড়ে এই এলাকাটি। জলাবদ্ধতা থেকে এলাকাবাসীকে মুক্তি দিতে স্থায়ী সমাধানের উদ্যোগ নেবেন মর্মে এলাকাবাসীকে আশ্বাস দেন তিনি।
আজ বুধবার বিকাল ০৫.০০ টার দিকে তিনি স্বশরীরের ভেড়ামারা পৌরসভার নিম্নাঞ্চল ও জলমগ্ন এলাকা পরিদর্শন করেন ইউএনও দীনেশ সরকার।এসময় উপদ্রুত এলাকার ঘর-বাড়ির মানুষজনকে ত্রাণ উপহার দেন তিনি। এসময় তিনি এলাকাবাসীর দূর্দশার চিত্র স্বচোক্ষে দেখেন এবং ভুক্তভোগীদের মুখ থেকে শোনেন তাদের সমস্যার কথা। ভেড়ামারা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের অন্তর্গত এই এলাকায় বর্ষা এলেই এবং সামান্য বৃষ্টিতেই জলবদ্ধতার সৃষ্টি হয়। বছরের ৩/৪ মাস একই চিত্র দেখা গেলেও সমস্যার সমাধানে সমন্বিত পরিকল্পনা ছাড়া এ থেকে সহসা এলাকাবাসীর মুক্তি মেলা দুরুহ। অন্যান্য বছরের মত এবছরেও মাসাধিককাল ধরে এলাকাটি জলমগ্ন হয়ে রয়েছে। উপজেলা নির্বাহী অফিসার সংবাদ পেয়ে সরেজমিনে জলাবদ্ধ এলাকা পরিদর্শনে আসেন।
এসময় তিনি জলমগ্ন থাকা বাড়ি-ঘরের অসহায় মানুষদের সাহায্যার্থে ত্রাণ কার্য পরিচালনা করেন। ইউএনও দীনেশ সরকারের এরুপ মহানুভবতায় এলাকাবাসী স্থানীয় প্রশাসনের পুরোধা ব্যক্তিত্বের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এবিষয়ে কথা হলে ভেড়ামারার উপজেলা নির্বাহী অফিসার জনাব দীনেশ সরকার দৈনিক অপরাধকে জনান, তিনি এই বিষয়ে মেয়র সাহেবের সাথে কথা বলেছেন, এবং খুব তাড়াতাড়ি তিনি স্হানীয় চেয়ারম্যান এবং ইন্জিনিয়ারদের সাথে বসে বিষয়টির স্হায়ী সুরাহা করবেন।