কুষ্টিয়ায় গল্প ফাউন্ডেশন এর বিশেষ মিট-আপ ও এক বেলার আহার প্রোগ্রাম অনুষ্ঠিত
কে এম শাহীন রেজা, কুষ্টিয়া জেলা প্রতিনিধি
নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশন দেশের ৬৪ টি জেলাতে ও ৫০ টির ও বেশি দেশে বাংলাদেশীদের মধ্যে উদ্দোক্তা তৈরির লক্ষ্যে ২০১৮ সালের ১লা জানুয়ারি থেকে প্রতিদিন অনলাইন প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। সেশন গুলো পরিচালনা করেন গ্রুপটির প্রতিষ্ঠাতা ইকবাল বাহার জাহিদ। ৯০ টি সেশনে একেকটি ব্যচ সম্পর্ন হয়। বর্তমানে ১৩ তম ব্যাচ চলছে। প্রথম দিন থেকে বিরামহীন ভাবে প্রতিদিন সেশন পরিচালিত হয়ে আসছে এবং ১০০০ দিন অতিবাহিত হয়েছে যা ওয়ার্ল্ড রেকর্ড হিসেবে ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডস লিমিটেড (ইউকে) কর্তৃক স্বীকৃতি পেয়েছে। এই অর্জন কে স্বরনীয় করে রাখতে কুষ্টিয়া জেলা টিম বিশেষ মিট-আপ ও এক বেলার আহার প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।