কুষ্টিয়া পৌর নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থী মনোনয়ন নিয়ে চলছে নানা সমীকরন

প্রকাশিত: ৬:৩৯ অপরাহ্ণ, ডিসেম্বর ৫, ২০২০

কে এম শাহীন রেজা কুষ্টিয়া জেলা প্রতিনিধি।।

কুষ্টিয়া পৌরসভা নির্বাচনে কে হচ্ছে নৌকার মাঁঝি। আগামী ১৬ জানুয়ারি পৌর নির্ব্চানকে সামনে রেখে আওয়ামীলীগের প্রার্থী মনোনয়নে শুরু হয়েছে নানা সমীকরন। ইতিমধ্যে নির্বাচনের ডামাডোল শুরু হয়েছে পৌর এলাকায়। মেয়র পদে দলীয় মনোনয়ন পেতে আগ্রহ দেখিয়েছেন আওয়ামীলীগের ছয় নেতা। যারা হলেন, বর্তমান মেয়র আনোয়ার আলী, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আজগর আলী, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সরকারী কৌশলী ক্রীড়া সংগঠক এ্যাড. অনুপ কুমার নন্দী, শহর আওয়ামীলীগের সভাপতি তাইজাল আলী খান, বর্তমান প্যানেল মেয়র ও জেলা কৃষকলীগের সাবেক সভাপতি মতিয়ার রহমান মঞ্জু ও জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ন সম্পাদক ডা. আমিনুল হক রতন। তবে এদের মধ্যে দলীয় ফোরামে সবচেয়ে বেশী আলোচিত হচ্ছে তিন নেতার নাম । সব মিলিয়ে এখন আলোচনার কেন্দ্রবিন্দু কে পাচ্ছেন দলীয় মনোনয়ন, কে হচ্ছে নৌকার মাঁঝি। আওয়ামী লীগের বর্ষিয়ান নেতা বর্তমান মেয়র আনোয়ার আলী না কি চমক সৃষ্টি করে অন্য কোন নেতা পাবেন নৌকা প্রতীক । নৌকা প্রতীক পেতে নেতারা রীতিমতো দৌড়ঝাঁপ শুরু করেছেন কেন্দ্রে, যে যার সাধ্য মতো লবিং চালিয়ে যাচ্ছেন । তবে শেষ পর্যন্ত কে দলীয় মনোনয়ন পাবেন তা জানতে অপেক্ষা করতে হবে আরো কয়েক দিন । তবে বর্তমান মেয়র আনোয়ার আলী আওয়ামীলীগের প্রবীন রাজনীতিবিদ, দুঃসময়ে দলে তার অবদান অনিস্বীকার্য। নৌকার প্রতিক তার হাতেই উঠছে বলে অনেকেরই ধারনা। তবে কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আজগর আলীও রয়েছে মনোনয়ন দৌড়ের প্রথম সারিতে। দলের ক্ষেত্রে তার অবদান কম নই। দীর্ঘদিন শক্তহস্তে নেতা কর্মীদের সাথে নিয়ে জেলা আওয়ামীলীগকে সুসংগঠিত করে রেখেছেন। জেলা আওয়ামীলীগের আরেক নেতা এ্যাড. অনুপ কুমার নন্দী। তিনিও দীর্ঘদিন আওয়ামীলীগের রাজনীতির কর্তাব্যক্তি হিসেবে পরিচিত। তার সম্ভাবনা কম নই। শুধু কয়েকদিন অপেক্ষার বিষয় কে হচ্ছে নৌকার মাঁঝি। ইতিমধ্যে কুষ্টিয়া পৌরসভার নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন প্রার্থী নিয়ে পৌর এলাকায় চলছে নানা জল্পনা-কল্পনা। আপন মনে অনেকেই সাজিয়েছেন সমীকরন। শুরু হয়েছে পছন্দের প্রার্থীর পক্ষে-বিপক্ষে নানা যুক্তি উপস্থাপন।




error: Content is protected !!