কুড়িগ্রামের উলিপুরে ব্রহ্মপুত্র নদে নিখোঁজ মাঝির মরদেহ ৩দিন পর চিলমারীতে উদ্ধার
কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের উলিপুরে ব্রহ্মপুত্র নদীতে নিখোঁজ হওয়া মাঝি মফিজুল হকের মরদেহ ৩দিন পর চিলমারী উপজেলার পুরাতন জোড়গাছ মাঝিপাড়া এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া যুবক কুড়িগ্রাম যাত্রাপুর এলাকার আবু বক্কর সিদ্দিকের পুত্র। সে দীর্ঘদিন ধরে নৌকার মাঝি হিসেবে নৌকা চালিয়ে জীবিকা নির্বাহ করতো।
জানা যায়,গত শুক্রবার(৫ জুন) বিকেলে রৌমারী থেকে নৌকা যোগে কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর যাওয়ার সময় উলিপুর উপজেলার হাতিয়া ইউনিয়নের অনন্তপুর পালের ঘাটে পৌঁছলে হঠাৎ বজ্রপাতের বিকট শব্দে ব্রহ্মপুত্র নদে পড়ে নৌকার মাঝি মফিজুল হক নিখোঁজ হন। রোববার(৭ জুন) সকালে চিলমারী উপজেলার পুরাতন জোড়গাছ মাঝিপাড়া এলাকায় একটি লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন থানা পুলিশকে খবর দেন। চিলমারী মডেল থানা পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে। পরে ঘটনাস্থলে নিখোঁজ মাঝির পরিবারের লোকজন উপস্থিত হয়ে লাশটি শনাক্ত করেন।
চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে, আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।