
মাহে আলম, কুড়িগ্রাম,প্রতিনিধি।
কুড়িগ্রাম জেলার চর রাজিবপুর উপজেলার সদর ইউনিয়নের মিয়াপাড়া ও ধুবালিয়াপাড়ার শেষ প্রান্তে আজ (১৮.০৯.২০২০ শুক্রবার)বাঁশের সাঁকো নির্মাণ করা হয়।এর ফলে কয়েক হাজার মানুষের যাতায়াতের ব্যবস্থা সহজ হয়।প্রায় দুই বছর যাবত মিয়াপাড়া ও ধুবালিয়া পাড়ার শেষ প্রান্তের রাস্তা বন্যায় ভেঙ্গে যায়।দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরেও নির্মাণ হচ্ছিল না রাস্তা। মিয়াপাড়া ও বাউলপাড়া ধুবালিয়াপাড়ার কয়েক হাজার মানুষ যাতায়াতে দুর্ভোগে পড়েছিলো।যাতায়াত করতে হতো কলার ভেলায় চরে, গুনতে হতো মাসুল।অনেকেই কলার ভেলায় চরে পাড় হতে গিয়ে পড়তে হয়ছে দুর্ঘটনায়।অনেক সময় রাতের বেলায় সাতার কেটে রাস্তা পার হতে হতো।এমন অবস্থায় মিয়াপাড়া গ্রামের কিছু পরিশ্রমি সাধারণ মানুষ তাদের নিজের অর্থায়নে আজ বাঁশের সাঁকো নির্মাণ করেন।এ সময় কৃষক মজিবর বলেন, কলার ভুড়া দিয়ে পাড় হইলি পাচ ট্যাহা দিওয়া লাগে। এহন আর তা দেওয়া লাগবো না।সাঁকো নির্মাণ করতে স্বেচ্ছাশ্রম দেন মিয়াপাড়া গ্রামের মধু মিয়া,আক্তার, হাকিম,বিরজ,নিশান,মিনহাজ,নওসত,মামুন,মাহে আলম,সাকিল,জাহাঙ্গীর,আফসার,সামসুল আলম,শেখ ফরিদ,চান মিয়া,রবিন সহ অনেকেই।সাঁকো নির্মাণ করায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন,জনাব মোঃনুর হোসেন সিংগাপুর প্রবাসী।