
মাহে আলম, কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের রাজারহাটে সানু হত্যা মামলার মূল ঘাতক সানুর পিতা কে জয়দেবপুরে গ্রেফতার করা হয়।
রাজারহাট থানার মামলা নং- ০১, তাং- ০১/০৫/২০২০ ইং, ধারা-৩২৩/৩০৭/৩০২/৫০৬/১১৪/৩৪ পেনাল কোড ( সানু হত্যা কান্ড, পিতা কর্তৃক ছেলে হত্যা) এর মূল আসামি মোঃ আব্দুল হাই ওরফে ঝুনু (৬০) (মৃত সানু’র পিতা) কে গতকাল ভোর রাতে রাজারহাট থানা পুলিশ কর্তৃক দীর্ঘ ৩০ ঘন্টার অভিযান শেষে গাজীপুরের জয়দেবপুর থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়।
আলোচিত এই হত্যাকাল্ডের আসামী গ্রেফতারে পুলিশ সুপারের নির্দেশে রাজারহাট থানার অফিসার ইনচার্জ রাজু সরকার থানায় যোগদানের পরপরই তৎপর ছিলেন। তারই ধারাবাহিকতায় আসামীকে গ্রেফতার করা হল।