কুয়াকাটায় জেলেদের ৮০কেজির পরিবর্তে চাল দেয়া হচ্ছে ৫০কেজি, অনিয়মের অভিযোগ পৌর মেয়রের বিরুদ্ধে
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি : কুয়াকাটায় চাল বিতরনে ব্যাপক অনিয়ম ও চালবাজি। পৌর মেয়রের বিরুদ্ধে জেলেদের বরাদ্ধকৃত চাল বিতরনে অনিয়মের বিস্তর অভিযোগ উঠেছে। জাটকা ইলিশ ধরা থেকে বিরত থাকা ৮০০ জেলের প্রত্যেককে দুই মাসের জন্য ৮০ কেজি করে চাল দেয়ার কথা থাকলেও দেয়া হচ্ছে ৫০ কেজি করে। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত কুয়াকাটা পৌরসভায় মেয়র আনোয়ার হাওলাদার নিজে উপস্থিত থেকে চাল বিতরনে এ অনিময় করেন। এসময় অনেক নিবন্ধিত জেলে চাল না পেয়েও ক্ষোভ প্রকাশ করেন।
এবিষয়ে কুয়াকাটা পৌর মেয়র আনোয়ার হাওলাদারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অনিয়মের কথা অস্বীকার করে বলেন এগুলো মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন।
কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, চাল বিতরনে কেউ অনিয়ম করলে তদন্ত করে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহনের কথা জানিয়েছেন ।