কুয়াকাটায় বৌদ্ধ ধর্মালম্বীদের কঠিন চীবরদান সম্পন্ন অনুষ্ঠান পালন॥

প্রকাশিত: ১:০৫ পূর্বাহ্ণ, নভেম্বর ১১, ২০২০

রাসেল কবির মুরাদ,কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি; কুয়াকাটায় বৌদ্ধধর্মবালম্বীদের কঠিন চিবরদান উৎসব পালিত হয়েছে। মঙ্গলবার শেষ বিকালে মহিপুরের কালাচাঁনপাড়ার ঠাকুরবাড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে এ অনুষ্ঠান সম্পন্ন হয়। ধর্মীয় ঠাকুরকে নগদ টাকা, আগরবাতি, মোমবাতিসহ বিভিন্ন প্রকার উপহার সামগ্রী দেয়ার মধ্য দিয়ে এ অনুষ্ঠানটি পালিত হয়।
অনুষ্ঠানে কুয়াকাটা পৌরসভা ও লতাচাপলী ইউনিয়নের সহস্রাধীক রাখাইন নর-নারী অংশগ্রহন করে।

এসময় প্রার্থনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালাচাঁনপাড়া শাসনাসুক্ষাকারী বৌদ্ধ বিহারের ঠাকুর উ চোমানান্দা। প্রধান অতিথি ছিলেন বৌদ্ধ ভিক্ষু উ চিলাম অংচা। প্রার্থনা অনুষ্ঠান শেষে রাখাইনরা তাদের ধর্মীয় তিনজন
ঠাকুরকে পোশাক উপহার দেন।




error: Content is protected !!