কুয়াকাটায় রাখাইন সম্প্রদায়ের মাঝে মাস্ক বিতরণ করলো কারিতাস ॥

প্রকাশিত: ১১:৪৭ অপরাহ্ণ, জানুয়ারি ১৯, ২০২১

রাসেল কবির মুরাদ ,পটুয়াখালী প্রতিনিধি ঃ
পযটন নগরী কুয়াকাটায় কয়েকশো রাখাইনের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বেসরকারি উন্নয়ন
সংস্থা কারিতাসের উদ্দ্যেগে গোড়া আমখোলা পাড়া বিজয় রামা বৌদ্ধ বিহারে
আইসিডিপি রাখাইন প্রকল্প অধীনে দাতা সংস্থা জার্মান ডক্টর’র এ মাস্ক
বিতরণ করে। এছাড়াও কুয়াকাটার কাঁলাচানপাড়া ধর্মসুখ বৌদ্ধ বিহারে ৫০টি এবং
বিকেলে শ্রী-মঙ্গল বিহারে ৫০টি মাস্ক বিতরণ করা হয়েছে।এসময় কারিতাস আইসিডিপি রাখাইন প্রকল্পের সমাজ উন্নয়ন কর্মকর্তা উচোমেন
রাখাইন জানান, কলাপাড়ার সবগুলো বৌদ্ধ বিহারে জার্মান ডাক্তারদের অর্থায়নে
দুই সহাস্রাধিক রাখাইনদের মাঝে পর্যায়ক্রমে এ মাস্ক বিতরণ করা হবে বলে
তিনি গনমাধ্যম কর্মীদের জানান।




error: Content is protected !!