কুয়াকাটা সমুদ্র সৈকতে পটুয়াখালী জেলা রোভার স্কাউটের উদ্যোগে বিচ ক্লিনিং অভিযান ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৯:৪৪ অপরাহ্ণ, ডিসেম্বর ১৫, ২০২৩

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি  :  কুয়াকাটা সমুদ্র সৈকতে বাংলাদেশ স্কাউট রোভার পটুয়াখালী অঞ্চলের উদ্যোগে বিচ ক্লিনিং অভিযান ও সচেতনতানূলক রেলী এবং আলোচনা সভা হয়েছে।শুক্রবার দুপুরের দিকে কুয়াকাটা পৌরসভার সামনে থেকে রেলি বের করা হয়। এসময়  নানা সচেতনতামূলক বাক্য লেখাযুক্ত প্লেকার্ড নিয়ে অংশগ্রহন করে পটুয়াখালী বিজ্ঞান ও  প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রোভার স্কাউটের সদস্যরা। বিচ ক্লিনিং অভিযান ও সচেতনতানূলক এ রেলিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন  করে রেলি শেষে আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায়  কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো . জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবিপ্রবি প্রক্টর ড. সন্তোষ কুমার বসু. বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়াকাটা পৌর মেয়র আনোয়ার হাওলাদার, পটুয়াখালী জেলা রোভারের এল.টি কমিশনার অধ্যাপক আবুল কালাম আজাদ, জেলা রোভারের সম্পাদক জাহাঙ্গীর আলম, বাংলাদেশ স্কাউটস জেলা ডেপুটি ডিরেক্টর শাকিলা ইয়াসমিন, পবিপ্রবি ফিসারিজ বিভাগের অধ্যাপক সাজেদুল ইসলাম, জেলা রোভারের ট্রেজারার মাহবুব আলম, কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ জোনের ইন্সপেক্টর হাসনাইন পারভেজ, কুয়াকাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিরন প্রমূখ।

এসময় বক্তারা বলেন, কুয়াকাটা সৌন্দর্য্যরে প্রতীক। একই জায়গায় দাড়িয়ে সূর্যাস্থ ও সূর্যোদয় দেখা যায়।  এটি একটি বিরল দৃশ্য। এটাকে পরিস্কার পরিছন্ন রাখা সবার দায়িত্ব। যে কাজটি আজ করছে পটুয়াখালী বিজ্ঞান ও  প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রোভার স্কাউটের সদস্যরা। এখানকার নোনাজল আর বালু সবাইকে আকৃষ্ট করে। এটি সুন্দর ও সাজিয়ে রাখা আমাদের নৈতিক দায়িত্ব।আলোচনা শেষে কুয়াকাটা সী বিচের ময়লা পরিস্কার করা হয়।




error: Content is protected !!