কুয়াকাটা সৈকতে অজস্র সুন্দরী ফলের সমারোহ ॥

প্রকাশিত: ৯:১৩ পূর্বাহ্ণ, জুলাই ৩০, ২০২১

রাসেল কবির মুরাদ , কলাপাড়া প্রতিনিধি ঃ মহামারি করোনা
পরিস্থিতিতে পযটন নগরী কুয়াকাটায় ভ্রমনে নিষেধাজ্ঞা থাকায় নেই কোন পযটক।
ভাটার সময় হঠাৎই করে দূর থেকে তাকালে মনে হবে যেন পুরো সৈকত যেনো লাল
গালিচা দিয়ে ঢেকে দিয়েছে। গত কয়েক দিন ধরে সাগরের পানির ঢেউয়ে তীরে ভেসে
আসছে অজস্র সুন্দরী গছের ফল। সুন্দরবনের সুন্দরী ফলগুলোতে ছেয়ে গেছে গোটা
সমুদ্র সৈকত।

স্থনীয় সূত্রে জানা যায়, বঙ্গোপসাগর বেশ কয়েকদিন ধরে উত্তাল রয়েছে।
বাতাসের চাপ ও পানির তোড়ে সুন্দরবন থেকে এ ফলগুলো ভেসে এসে দীর্ঘ ১৮
কিলোমিটার সৈকতে এগুলো বিচ্ছিন্ন ভাবে পড়ে রয়েছে। কেউ কেউ এগুলোকে কুড়ি
নিয়ে যাচ্ছে। তবে বন বিভাগকে এ বীচগুলো সংগ্রহ করার দাবী জানীয়েছেন
স্থানীয়রা।

স্থানীয় বাসিন্দা আমিনুর হোসেন এ প্রতিবেদককে বলেন, কয়েক দিন ধরে এই
ফলগুলোতে পুরো সৈকত ছেয়ে গেছে। জোয়ারের সময় পানিতে ভাসে। আর ভাটার সময়
সৈকতে পড়ে থাকে। তাবে তার ধারনা এগুলো সুন্দরবন থেকে ভেসে এসেছে।

কুয়াকাটা ট্যুরিষ্ট পুলিশের সহকারী পুলিশ সুপার মো: আব্দুল খালেক এ
প্রতিনিধিকে বলেন, কুয়াকাটার জিরো পয়েন্টে পূব ও পশ্চিম পাশে অসংখ্য
সুন্দরী ফল পড়ে রয়েছে।

কুয়াকাটা পৌর মেয়র আনোয়ার হোসেন হাওলাদার গনমাধ্যমকে বলেন, পার্শ্ববর্তী
সুন্দরবন থেকে তীব্র জোয়ারে এ ফলগুলো সৈকতে ভেসে আসছে। বর্তমানে প্রচুর
পরিমানে সুন্দরী ফল সৈকতে পড়ে রয়েছে। বর্তমানে করোনা পরিস্থিতিতে পযটন
নগরী কুয়াকাটায় ভ্রমনে নিষেধাজ্ঞা থাকায় নেই কোন পযটক নেই বলে তিনি
জানান।




error: Content is protected !!