কুয়াকাটা সৈকতে জীবিত ভেসে এসে মারা গেলো নতুন প্রজাতির পুরুষ তিমি ॥

প্রকাশিত: ৯:১০ অপরাহ্ণ, মে ২২, ২০২২

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি  ঃ  কুয়াকাটা সমুদ্র সৈকতে ভেসে এসেছে ৮ ফুট
দৈর্ঘ্যের  একটি নতুন প্রজাতির জীবিত কগিয়া সিমা ( ড্রফ স্পার্ম হোয়েল)
তিমি। রবিবার ২২ মে সকালের দিকে সৈকতের তিন নদীর মোহনায় তিমিটি দেখতে পায়
স্থানীয় ট্যুর গাইড সদস্য মো: কামাল হোসেন। তিনি সকালের দিকে ট্যুরিস্ট
নিয়ে এখানে আসি তখন এটিকে পানিতে দেখি ব্যথার যন্ত্রনায় ছটফট করে পরে
আমরা বেশি পানিতে নামিয়ে দেই। পরে স্থানীয়রা ডলফিন রক্ষা কমিটির সদস্যদের
খবর দেয়।

ডলফিন রক্ষা কমিটির সদস্য আসাদুজ্জামান মিরাজ বলেন, তিমিটি সকালের দিকে
কুয়াকাটা সৈকতের লেবুর চর এলাকায় তিন নদীর মোহনায় জীবিত অবস্থায় ছটফট
করতে দেখা যায়। পরে এটা তীরবর্তী এলাকায় চলে আসলে বার বার পানিতে নামিয়ে
দেয়া হয় কিন্তু ২ঘন্টা ছটফট করে পুরুষ  তিমিটি মারা যায়। শরীরের পেটের
নিচে একটি আঘাতের চিহ্ন রয়েছে সেখান থেকে রক্ত ঝরছিল। পরে দশটার দিকে এটি
মারা যায়।

পটুয়াখালী জেলা ইউএস-এইড/ইকোফিস-২, ওয়ার্ল্ড ফিস প্রকল্পের সহযোগী গবেষক
সাগরিকা স্মৃতি সাংবাদিকদের জানান, এটি একটি নতুন প্রজাতির কগিয়া সিমা (
ড্রফ স্পার্ম হোয়েল) তিমি। এটি হল একটি শুক্রানু তিমি যা বিশ্বব্যাপী
নাতীশিতোষ্ণ এবং গ্রীষ্মমন্ডলীয় মহাসাগরে বাস করে, বিশেষ করে মহাদেশীয়
তাক এবং ঢালে।

বনবিভাগের মহিপুর রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম আজাদ  জানান, খবর পেয়ে আমরা
চলে এসেছি এটিকে এখন নিয়ে মাটি চাপা দেয়ার ব্যবস্থা করেছি। স্যাম্পল
সংগ্রহ করে রেখেছি, উর্ধ্বতন কর্তৃপক্ষকে পাঠাবো।
উল্লেখ্য, এবছর এখন পর্যন্ত ১২টি জীবিত ও মৃত ডলফিন কুয়াকাটা সৈকতে ভেসে এসেছে।




error: Content is protected !!