কোটচাঁদপুর পৌর ৩নং ওয়ার্ডে ফ্রি মাস্ক বিতরন কাউন্সিলর জাহিদ হোসেন

মোঃ আশাদুল ইসলাম কোটচাঁদপুর প্রতিনিধিঃ
করোনা ভাইরাসের সংক্রমণ থেকে নিজে বাঁচুন, অন্যকে বাঁচান, মুখে মাস্ক বিহীন কেউ চলাচল করবেন না, এ সচেতন মূলক কর্মকাণ্ড নিয়ে ঝিনাইদহের কোটচাঁদপুর পৌরসভার ৩ নং ওয়ার্ডের বিভিন্ন মোড়ে মোড়ে ও ব্যবসা প্রতিষ্ঠানে জনসাধারণের মাঝে ফ্রি মাস্ক বিতরন করলেন পৌর স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক ও পৌরসভার প্যানেল মেয়র (২) জাহিদ হোসেন।
শনিবার (১লা মে) সকালে পৌর ৩নং ওয়ার্ডের বিভিন্ন জায়গায় করোনার তৃতীয় ঢেউ মোকাবেলায় সচেতন মূলক কর্মকাণ্ড অব্যাহত রাখতে সাধারণ জনগনের মাঝে মাস্ক বিতরন করেন পৌর স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক ও পৌরসভার প্যানেল মেয়র (২) জাহিদ হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন পৌর ৩নং ওয়ার্ড আঃলীগ নেতা ইয়াদুল ইসলাম (ইদে), পৌর ৩নং ওয়ার্ড যুবলীগের সভাপতি ও সাংবাদিক আশাদুল ভূঁইয়া, পৌর শ্রমিকলীগ নেতা আলি হোসেন,পৌর স্বেচ্ছাসেবক লীগ নেতা রাজিব হাসান, ৩ নং ওয়ার্ড যুবলীগ নেতা টিটো রহমান সহ দলীয় নেতৃবৃন্দ ও স্থানীয় এলাকাবাসী।