কোটচাঁদপুরে ভেঙে পড়া সাঁকো ব্রিজ নির্মাণ করে এলাকাবাসীর মুখে হাসি ফোটালো সহিদুজ্জামান সেলিম

প্রকাশিত: ১২:৪৩ অপরাহ্ণ, জুন ১৯, ২০২০

মোঃ আশাদুল ভূঁইয়া, কোটচাঁদপুর (ঝিনাইদাহ) প্রতিনিধিঃ

ঘূর্ণিঝড় আম্ফানের আঘাতে ঝিনাইদাহ কোটচাঁদপুর পৌরসভার সলেমানপুর রবিদাস পাড়ার চলাচলের একমাত্র অবলম্বন একটি কালভাট ব্রিজটি ভেঙে পড়ে, এতে ওই এলাকাবাসীর জীবনযাত্রার গতিপথে বিঘ্নিত হয়, ওপার থেকে এপার আসতে পোহাতে হয় চরম দূর্ভোগ। ঠিকমত বের হতে না পারায় জীবিকা নির্বাহের জন্য আসাযাওয়া করতে বাধা সৃষ্টি হয়, এতে করে তাদের জীবনে সৃষ্টি হয় নতুন এক অশান্তি।
ঠিক এই সময়ে মানবতার দূত হিসেবে ছুটে আসে কোটচাঁদপুর পৌর-আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক মোঃ সহিদুজ্জামান সেলিম। তার নিজ অর্থায়নে ওই এলাকাবাসীর চলাচলের জন্য করে দেন একটি বাঁশের সাঁকো ব্রিজ।
উক্ত এলাকাবাসীর কয়েকজনের সাথে কথা বললে তারা আবেগআপ্লুত হয়ে দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া করেন সহিদুজ্জামান সেলিমের জন্য, তারা বলেন এ পর্যন্ত কোন বিত্তশালী ও জনপ্রতিনিধিরা খোঁজ নেননি, আর সেই মূহুর্তে আমাদের পাশে এসে দাঁড়ান আমাদের নেতা জনাব সহিদুজ্জামান সেলিম,
তারা আরো ও বলেন সামনে কোটচাঁদপুর পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের পক্ষে নৌকা প্রতিক নিয়ে অংশগ্রহণ করেন, এতে করে এলাকাবাসী তার সাথে সবসময় পাশে থাকবে।
এবিষয়ে জনাব সহিদুজ্জামান সেলিমের সাথে কথা বললে তিনি জানান
শুধু নির্বাচন কেন্দ্রীক না,
মানুষের বিপদে আপদে সবসময় পাশে থাকায় তার ধর্ম, তিনি যতদিন বাঁচবেন ততদিনই মানুষের কল্যানে এগিয়ে যাবেন। তিনি আরও জানান
মহামারী করোনা ভাইরাসের প্রাদূর্ভাবে কোটচাঁদপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের প্রায় দুই থেকে তিন হাজার অসহায় দুস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেন।
এবং সবসময় অসহায় মানুষের পাশে থাকার আশ্বাস দেন এবং সমাজের সকল বিত্তবান মানুষদের কে অসহায় দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য বিনীতভাবে অনুরোধ করেন।




error: Content is protected !!