কোটচাঁদপুরে সরকারি কলেজের ভবন নির্মানের স্থান পরিবর্তনের দাবীতে মানব বন্ধন

প্রকাশিত: ১১:৪২ পূর্বাহ্ণ, অক্টোবর ৭, ২০২০

মোঃ আশাদুল ভূঁইয়া,কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধিঃ

সরকারি কে এম এইচ ডিগ্রি কলেজের ঐতিহ্যবাহী খেলার মাঠ নষ্ট করে বিজ্ঞান একাডেমি ভবন নির্মাণের জন্য স্থান নির্ধারন করায়, তারই লক্ষে পুনরায় স্থান পরিবর্তনের দাবিতে ঝিনাইদহের কোটচাঁদপুরে মানব বন্ধন ও অবস্থান কর্মসূচী পালন করা হয়েছে।

বুধবার (৭ই অক্টোবর) বেলা ১০ টায় কোটচাঁদপুর কলেজ বাসস্ট্যান্ড চত্বরে সকল শিক্ষা প্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ প্রতিবাদী অবস্থান কর্মসূচি পালন করা হয়। সেসময় উপজেলার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, ও সাংবাদিকরা কর্মসুচির সাথে একাত্মতা প্রকাশ করে প্রতিবাদ জানাই।
এসময় মাবন বন্ধন কর্মসূচীতে অংশগ্রহন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শরিফুন্নেছা মিকি, পৌরসভার মেয়র জাহিদুল ইসলাম জাহিদ, জেলা ছাত্রলীগের সহসভাপতি শেখ শাহিন, এ্যাডঃ বিপ্লব আহমেদ,কলেজের প্রাক্তন শিক্ষার্থী শান্ত,মিল্লাত হোসেন, রনি,আকাশ প্রমুখ।

বক্তারা বলেন ঐতিহ্যবাহী কোটচাঁদপুর সরকারি কে এম এইচ ডিগ্রি কলেজের খেলার মাঠ রক্ষার্থে সকল কে এক হওয়ার জন্য অনুরোধ করে এবং উর্দ্ধতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করে যাতে করে কলেজ ক্যাম্পাসে একাডেমি ভবনের স্থাপন পুনরায় স্থান নির্ধারন করে খেলার মাঠটি বাঁচিয়ে রাখে




error: Content is protected !!