কোটচাঁদপুর দয়ারামপুরে নিম্মআয়ের মানুষের মাঝে ন্যায্য মূল্যে টি সি বি”র পণ্য বিক্রয়

প্রকাশিত: ৬:০৭ অপরাহ্ণ, আগস্ট ২৬, ২০২০

মোঃ আশাদুল ভূঁইয়া কোটচাঁদপুর (ঝিনাইদহ)প্রতিনিধিঃ

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার দয়ারামপুর গ্রামে সরকার ঘোষিত নিম্নআয়ের মানুষের মাঝে ন্যায্য মূল্যে টি সি বি পণ্য বিক্রয় করা হয়। ২৬শে আগস্ট বুধবার দুপুরে দয়ারামপুর বাজার চত্বরে ন্যায্য মূল্যে টি সি বি পণ্য বিক্রয়ের শুভ উদ্বোধন করেন কোটচাঁদপুর সরকারি খাদ্য গোডাউনের ভারপ্রাপ্ত কর্মকর্তা নাঈমুল হাসান মোহাম্মদ আব্দুল্লাহ।
ন্যায্য মূল্যের পণ্যের ভিতরে ৮০ টাকা দরে মোট তেল ১০০০ লিটার, ৫০ টাকা দরে মোট ডাউল ৪০০ কেজি,৫০ টাকা দরে মোট চিনি ৭০০ কেজি টিসিবি পণ্য বিক্রয় হয়।
এসময় সেখানে উপস্থিত ছিলেন ২ নং দোড়া ইউনিয়ন চেয়ারম্যান কাবিল উদ্দিন বিশ্বাস, দোড়া পুলিশ ক্যাম্প ইনচার্জ শুকুর আলী কোটচাঁদপুর উপজেলা শ্রমিকলীগের সদস্য সচিব শহিদুল ইসলাম যুবলীগ নেতা হাসেম উদ্দিন, যুবলীগ নেতা হারুন উর রশিদ সহ স্থানীয় সুধীজন।

উক্ত টি সি বি পণ্য বিক্রয় পরিচালনা করেন টি সি বি ডিলার শহিদুল ইসলাম




error: Content is protected !!