কোটচাঁদপুর পৌর নির্বাচনে কে হচ্ছেন নৌকার মাঝি

প্রকাশিত: ১২:৩৮ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৫, ২০২০

মোঃ আশাদুল ইসলাম, কোটচাঁদপুর প্রতিনিধি

ঘোষিত তফসিল অনুসারে আগামী ৩০ জানুয়ারী ঝিনাইদহের কোটচাঁদপুর পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে পৌর নির্বাচনের সম্ভাব্য মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীগণ লিফলেট বিতরণসহ পৌর সভার বিভিন্ন জায়গায় রঙিন ও সাদা-কালো পোস্টার সাঁটিয়ে দোয়া-সমর্থন চেয়ে নিজের প্রার্থীতা জানান দিয়েছেন।
এর আগে, নির্বাচনে মেয়র ও কাউন্সিলর পদে অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীদের অনেকেই করোনায় ক্ষতিগ্রস্ত দরিদ্র ও স্বল্প আয়ের মানুষের মাঝে ত্রাণসামগ্রী হিসেবে চাল, ডাল, আলু, তেল, পেয়াঁজ, হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক, সাবান, পানির ট্যাঙ্ক বিতরণ করে তাদের পাশে দাঁড়িয়েছেন। বর্তমানে দল বেধে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে কুশল বিনিময় এবং খোঁজ-খবর নিয়ে গণসংযোগ চালাচ্ছেন কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদের সম্ভাব্য প্রার্থীরা। প্রচারণা চলছে সামাজিক যোগাযোগ মাধ্যেম ফেসবুক এবং মোবাইলে।
এদিকে, তফসিল ঘোষণার আগে থেকেই কোটচাঁদপুর পৌর এলাকায় বিরাজ করছে নির্বাচনী আমেজ। নির্বাচন নিয়ে আলোচনা চলছে পৌর এলাকার বিভিন্ন মোড়ের চায়ের স্টল, মুদি দোকানসহ বিভিন্ন আড্ডাস্থলে। আলোচনায় পিছিয়ে নেই পরিবারের লোকজনও।

ওইসব আলোচনায় কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদের সম্ভাব্য প্রার্থীদের চাইতে প্রাধান্য পাচ্ছে বড় দুই রাজনৈতিক দলের মনোনয়ন নিয়ে। কোটচাঁদপুর পৌরসভা নির্বাচনে কে হচ্ছেন নৌকার মাঝি, আলোচনা একটাই, তাছাড়া আলোচনা হচ্ছে, সম্ভাব্য মেয়র প্রার্থীদের মাঝে কে কেমন? কার জনপ্রিয়তা বেশী? কাকে মনোনয়ন দিলে ভাল হবে? কাকে দেওয়া উচিত? কার মনোনয়নে জয়ের সম্ভাবনা বেশী? ইত্যাদি বিষয় নিয়ে।

তবে, দলীয় মনোনয়ন প্রত্যাশীরা তাকিয়ে আছেন ঢাকার দিকে। অধীর আগ্রহে তারা অপেক্ষায় আছেন কেন্দ্রীয় ঘোষণার জন্য। অনেকেই আবার কেন্দ্রীয় নেতাদের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করে লবিং করছেন। নিজের অবস্থান তুলে ধরে তাদের মনজয়ের চেষ্টা করছেন দলীয় মনোনয়নের জন্যে। বর্তমান মেয়র জাহিদুল ইসলাম জাহিদ, গত পৌর নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে দুই দফা মেয়র নির্বাচিত হন, তিনিও থেমে নেই।

এদিকে, স্থানীয়ভাবে কোটচাঁদপুর পৌর আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক শহীদুজ্জামান সেলিম দলীয় সম্ভাব্য মেয়র প্রার্থী হিসাবে আলোচনায় আছেন, অপর প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাজান আলী মনোনয়ন প্রত্যাশী। আরও আছেন আওয়ামীলীগ নেতা কাজী আলমগীর, অন্যদিকে সাবেক উপজেলা যুবলীগের সভাপতি মীর কাসেম আলী। তিনি আওয়ামী লীগের দলীয় মনোনয়নের দাবিদার একজন।

এছাড়া বিএনপির একক প্রার্থী হিসাবে পৌর বিএনপির আহ্বায়ক সাবেক পৌর মেয়র সালাউদ্দিন বুলবুল সিডল আছেন ফুরফুরে মেজাজে।

তৃতীয় ধাপে আগামী ৩০ জানুয়ারী কোটচাঁদপুর পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে। উপজেলা নির্বাচন অফিস সূত্রে আগামী নির্বাচনে ২৭ হাজার ৪’শ ৯৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। যার মধ্যে পুরুষ ভোটার ১৩ হাজার ৪’শ ৮৫ এবং মহিলা ভোটার ১৪ হাজার ৮ জন।




error: Content is protected !!