কোটচাঁদপুর রিপোটার্স ইউনিটির সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৯:১৫ অপরাহ্ণ, জুলাই ২০, ২০২০

মোঃ আশাদুল ভূঁইয়া,কোটচাঁদপুর(ঝিনাইদহ)প্রতিনিধি;

কোটচাঁদপুরে রিপোটার্স ইউনিটির সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছে সাংবাদিকদের কল্যানে কাজ করে যাওয়া সংগঠন বাংলাদেশ সাংবাদিক জোট। সোমবার বিকাল ৪টার সময় কোটচাঁদপুর মেইন বাসষ্টান্ড তালসার সড়কে অবস্থিত কোটচাঁদপুর রিপোটার্স ইউনিটির অফিসে এ মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক জোটের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সভাপতি মশিউর রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক জোটের সহ-সভাপতি জাহিদুল ইসলাম মামুন, দৈনিক দেশেরপত্রের খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান শেখ মনিরুল ইসলাম।

প্রধান অতিথি মশিউর রহমান সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে সাংবাদিকদের স্বার্থে কাজ করে যাওয়া বাংলাদেশ সাংবাদিক জোটের কর্মকান্ড, পরিকল্পনা ও সুবিধা তুলে ধরেন। এরমধ্যে উল্লেখিত সুবিধা গুলো হলো সদস্যদের ট্রেনিংয়ের ব্যবস্থা করা।

সদস্যদের সল্প খরচে কিংবা বিনা খরচে চিকিৎসার ব্যবস্থা গ্রহন করা, সাংবাদিক সন্তানদের জন্য সকল পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে ফ্রি কিংবা অর্ধেক খরচে অধ্যায়নের ব্যবস্থা করা ও মেধাবী সন্তানদের মাসিক বৃত্তি প্রদান, বিভাগ ভিত্তিক শ্রেষ্ট সাংবাদিকদের আর্থিক পুরস্কার প্রদান।

যেকোনো সদস্য মৃত্যু বরন করলে পরিবারকে কমপক্ষে ১লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান, পেশাগত দায়িত্ব পালনকালে অঙ্গহানি হলে ৩ লক্ষ টাকা অনুদান প্রদান করা, পেশাগত দায়িত্ব পালনে বাধাগ্রস্থ কিংবা অন্যায়ের শিকার হলে তাকে সম্মিলিতভাবে আইনগত সহায়তা করা, সাংবাদিকদের নবজাতক সন্তানকে এককালীন ২৫ হাজার টাকা আর্থিত সহায়তা প্রদানসহ বেশ কিছু সুবিধা তুলে ধরেন।

এ সময় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন- কোটচাঁদপুর রিপোটার্স ইউনিটির সভাপতি মামুনার রশীদ (সুমন), সাধারণ সম্পাদক আনোয়ার জাহিদ (জামান), শহিদুল ইসলাম, আব্দুস সোবাহান, সুশান্ত চক্রবর্তী, নারায়ণ ভট্রাচার্জ, সোহাগ,খোন্দকার আব্দুল্লাহ বাশার, আশাদুল ভূঁইয়া, সুব্রত চক্রবর্তী, আরিফ, ইউসুফ আলি, প্রমুখ।




error: Content is protected !!