কোষ্টগার্ড কর্তৃক হরিণের মাংসসহ আটক-২

প্রকাশিত: ৬:৩৬ অপরাহ্ণ, জানুয়ারি ২৭, ২০২২

আলী আজীম, মোংলা (বাগেরহাট):

বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন (মোংলা) কর্তৃক ০৭ কেজি হরিণের মাংসসহ ০২ জন হরিণ শিকারী আটক করেছে।

বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন (মোংলা) বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার ( ২৬ জানুয়ারি) আনুমানিক ৯ টায় কোস্ট গার্ড পশ্চিম জোন অধীনস্থ বিসিজি স্টেশন কৈখালী কর্তৃক সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার অন্তর্গত সুন্দরবন বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ০৭ কেজি হরিণের মাংস ও ০১ টি মোটর সাইকেলসহ ০২ জন হরিণ শিকারীকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তিরা হলেন, সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার বড় ভেটখালী গ্রামের মৃত বিনয় মন্ডলের ছেলে রবীন্দ্র (৩৫) ও হরিনগর গ্রামের মৃত আফতাব সানার ছেলে মোঃ মাজেদ সানা (৪৫)।

জব্দকৃত হরিণের মাংস, মোটর সাইকেল ও আটককৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মরগাং ফরেস্ট অফিসে হস্তান্তর করা হয়।




error: Content is protected !!