ক্যান্সার আক্রান্ত তরুণীকে রক্ত দিলেন ইউএনও

প্রকাশিত: ৭:০৮ অপরাহ্ণ, জুলাই ২৭, ২০২০

মোঃজামাল হোসেন লিটন,হবিগন্জ প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় মুমূর্ষু ক্যান্সার আক্রান্ত তরুণীকে জীবন বাঁচানোর জন্য রক্ত দিয়ে মানবতার পরিচয় দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সত্যজিত রায় দাশ ।

সোমবার জবা আক্তার নামের ক্যান্সারে আক্রান্ত কলেজ পড়ুয়া ছাত্রীকে রক্ত দিয়েছেন তিনি।

জানা যায়, চুনারুঘাটে পৌর এলাকার আমকান্দি গ্রামের আমির আলীর কন্যা। সে শায়েস্তাগঞ্জ নর্থইস্ট আইডিয়াল পলিটেকনিক ইনস্টিটিউট এর চতুর্থ বর্ষের ছাত্রী।

জবা আক্তার চার বছর ধরে বোনমেরু ক্যান্সারে আক্রান্ত হয়ে রক্তশূন্যতায় ভুগছিল।

বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট মোস্তাক আহমেদ বাহার। তিনি ফেসবুকে প্রচার করে মানবিক সাহায্যের আবেদন করেন। আবেদনের বিষয়টি ইউএনওর নজরে আসে প্রথমে তিনি জবাকে ১০হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন। এরপর তিনি জবাকে সরকারি বরাদ্দকৃত প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ঘরের জন্য টিন ও নগদ অর্থের ব্যবস্থা করেন।

সর্বশেষ তিনি স্থানীয় একস্বাস্থ্য বিষয়ক এর উদ্যোগে জবাকে রক্ত দান করেন মানবিক ইউএনও সত্যজিত রায় দাশ।

তিনি জানান- সাধারণত বোনমেরু রোগে আক্রান্তদের শরীরে হিমোগ্লোবিন হঠাৎ করেই কমে যায়। দুই তিন দিন পর পর রক্ত দিতে হয়। তখন দ্রুত রক্ত দিতে না পারলে জীবন বিপন্ন হওয়ার শঙ্কা থাকে। একজন ক্যান্সার আক্রান্ত রোগীকে রক্ত দিতে পেরে নিজেকে আজ ভাগ্যবান মনে হচ্ছে।

জবা বর্তমানে সিলেটের একটি প্রাইভেট হাসপাতালের চিকিৎসক এম এ খানের তত্ত্বাবধানে চিকিৎসাধীন।




error: Content is protected !!