মোঃ রায়হান আলী,খুলনা ব্যুরো প্রধানঃ-
করোনা সংক্রমনের দিক বিবেচনায় খুলনাকে ইতিমধ্যে রেড জোনে চিহ্নিত করা হয়েছে। খুলনা জেলায় করোনা ভাইরাসের সংক্রমণের হার দ্রুত গতিতে বেড়ে যাওয়ার প্রেক্ষিতে আক্রান্তে মৃত্যুর হার ও বাড়ছে। আর এই করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে খুলনার দিঘলিয়া উপজেলা প্রশাসনিক কর্মকর্তা গোলাম সারোয়ার খান (৫৮) এর মৃত্যু হয়েছে। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ (৬ জুলাই) সোমবার ভোর ৬টায় খুলনা সদর হাসপাতালের ফ্লু কর্নারে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন দিঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ হাফিজ-আল-আসাদ।
জানা যায়, দিঘলিয়া উপজেলা প্রশাসনিক কর্মকর্তা গোলাম সারোয়ার খান(৫৮)এর গ্রামের বাড়ি বরিশালের আগৈলঝড়ায়। দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ হাফিজ-আল-আসাদ বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রশাসনিক কর্মকর্তা গোলাম সারোয়ারের ছেলে কে,এম সাদিক হাসান সানি বলেন, আমার বাবার ৪ জুলাই করোনার রিপোর্ট পজিটিভ আসে। খুলনা সদর হাসপাতালের ফ্লু কর্নারে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।