খুলনায় সোমবার থেকে বাস চলাচল শুরু

প্রকাশিত: ১:২৭ অপরাহ্ণ, মে ৩১, ২০২০

মোঃ ইউসুফ শেখ, খুলনা প্রতিনিধিঃ

আগামী ১ জুন সোমবার থেকে খুলনায়ও গণপরিবহন (বাস) চলাচল শুরু করবে বলে জানা যায়। বাস মালিক-শ্রমিক ও পুলিশের সাথে বৈঠকে এমন তথ্য পাওয়া যায়। দুর পাল্লার বাস চলাচলে সরকারের নির্দেশনা অনুযায়ী প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে জানান, পরিবহন মালিক-শ্রমিকরা।

খুলনা জেলা বাস মিনিবাস কোচ মালিক সমিতির যুগ্ম সম্পাদক আনোয়ারা হোসেন সোনা বলেন, “আমার জানা মতে সোমবার থেকে বাস চলাচলের কথা। শনিবার পুলিশের পক্ষ থেকে তাদের বসার জন্য ডাকা হলেও তারা বসেনি। বাস মালিক, শ্রমিক, চালকসহ সংশ্লিষ্ট প্রতিনিধিদের সাথে বৈঠক করে বাস চলাচল করার ব্যাপারে একটা সিদ্ধান্ত নেয়ার জন্য তিনি পুলিশকে পরামর্শ দিয়েছেন।

সে মতে, আজ রবিবার তারা মিটিং-এ বসবে বলে জানিয়েছেন। তিনি আরো জানান, সরকার গাড়ি প্রতি ২০ জন করে যাত্রী বহনের নির্দেশনা দিয়েছে এটা দুরপাল্লার বাসের ক্ষেত্রে প্রযোজ্য। লোকাল বাসের ক্ষেত্রে প্রযোজ্য নয়। খুলনা-সাতক্ষীরা, খুলনা-বাগেরহাট, খুলনা-পাইকগাছা, খুলনা-চালনা, খুলনা-যশোরসহ এ সব লোকাল রুটে ভাড়া বাড়ালে যাত্রী পাওয়া যাবে না।

সীট ক্যাপাসিটি অনুযায়ী যাত্রী বহন করতে চান এ নেতা। কারণ এ সব রুটে ইজিবাইক, সিএনজি, মাহেন্দ্রা, মটর সাইকেলসহ বিভিন্ন পরিবহনে মানুষ যাতায়াত করছে। ভাড়া বৃদ্ধি করলে যাত্রী পাওয়া যাবে না বলে তিনি দাবি করেন।




error: Content is protected !!