খুলনা জেলা পরিষদ হতে শিক্ষাবৃত্তি পেলো ৪৫০ জন দরিদ্র মেধাবী শিক্ষার্থী।

প্রকাশিত: ১১:০৮ অপরাহ্ণ, জুলাই ৯, ২০২০

মোঃ রায়হান আলী,খুলনা ব্যুরো প্রধানঃ-

খুলনা জেলা পরিষদ কর্তৃক আজ (৯ জুলাই) দুপুরে বৃহস্পতিবার শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। এ শিক্ষাবৃত্তি ৪৫০ জন দরিদ্র মেধাবী শিক্ষার্থীকে মোট ১৩ লাখ ৫০ হাজার টাকার শিক্ষাবৃত্তি দেওয়া হয়েছে।

জানা যায়, এ শিক্ষাবৃত্তি ২০১৮-১৯ এবং ২০১৯-২০২০ অর্থবছরের জন্য খুলনা জেলার নাগরিকদের মধ্যে থেকে বাছাই করা ৪৫০ জন মেধাবী দরিদ্র শিক্ষার্থীরদের মধ্যে জনপ্রতি ৩ হাজার টাকা করে শিক্ষাবৃত্তির অর্থ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আছাদুজ্জামান।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে শিক্ষা বৃত্তির টাকা বিতরণের উদ্বোধন করেন খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ হারুনুর রশীদ।

অনুষ্ঠানে তিনি শিক্ষা বৃত্তির টাকা শিক্ষা ক্ষেত্রে ব্যয় করে ভবিষ্যতে দেশের সুনাগরিক হিসেবে গড়ে ওঠার জন্য উপস্থিত শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান-২ চৌধুরী মোহাম্মদ রায়হান ফরিদ,জেলা পরিষদ সদস্য কবির হোসেন,শেখ আবু জাফর,নাহার আক্তার সহ অন্যান্য রাজনৈতিক ব্যক্তি এবং সমাজের বিশিষ্টজনেরা।




error: Content is protected !!