গরীব অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষের মধ্যে ইউকে বিডি ইন্সফায়ারেড ফাউন্ডেশন ও হবিগঞ্জ বাংলাদেশ বাউল ফোরাম ইউকের নগদ অর্থ প্রদান৷
স্টাফ রিপোর্টারঃ আর্ত মানবতার সেবায় নিয়োজিত সামাজিক সংগঠন ইউকে বিডি ইন্সফায়ারেড ফাউন্ডেশন ও হবিগঞ্জ বাংলাদেশ বাউল ফোরাম ইউকে’র উদ্যোগে পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে গরীব অসহায় ও সুবিধা বঞ্চিত লোকজনের মধ্যে নগদ অর্থ ঈদ উপহার প্রদান করা হয়েছে৷ নবীগঞ্জ শহরের ওসমানী রোডস্থ জাগো নিউজ মিডিয়া সেন্টারে বিকাল ৩টায় অনুষ্ঠিতব্য সভায়
সংগঠনের সভাপতি সাংবাদিক ও গীতিকার এম মুজিবুর রহমানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক গীতিকার হাবিবুর রহমানের সঞ্চালনায়, শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক তরুণ সাংবাদিক ছনি চৌধুরী৷ এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট কবি,সাহিত্যিক ও গবেষক আফতাব আল মাহমুদ৷
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও শাহ্ আব্দুল করিম বাউল শিল্পী গোষ্ঠী হবিগঞ্জ জেলা শাখার সভাপতি বাবু প্রাণকৃষ্ণ গোপ, উপদেষ্টা মন্ডলীর সদস্য এখলাছুর রহমান আজাদ,কবি এডভোকেট এম এ বাছিত৷
অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, শিল্পী বিরহী মিলন, বিশিষ্ট সংগীত অনুরাগী গোলজার মিয়া, ফকির গফুর মিয়া, বাউল শিল্পী ও ওস্তাদ গোপাল সাধু, জহিরুল সহ আরো অনেকেই৷
অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে কবি আফতাব আল মাহমুদ বলেন, উক্ত সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা
যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ও বহু গুনে গুণান্বিত নবীগঞ্জের কৃতি সন্তান এম,এ মতিন সহ উপদেষ্টা মন্ডলীর সদস্য সকল মানবতার ফেরিওয়ালাদেরকে এই মহৎ কর্মের জন্য অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি৷ পাশাপাশি সেচ্ছাসেবী ও উক্ত সামাজিক সংগঠন মানবসেবার পাশাপাশি সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়নেও অংশগ্রহন করে আসছে তারা যা সত্যিই প্রশংসনীয়৷ উক্ত সংগঠন গুলো সমাজের অবহেলিত, দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষকে এগিয়ে নিতে দীর্ঘ দিন ধরে প্রাতিষ্ঠানিক সমাজকর্মের ভূমিকা রাখছেন অপরিসীম।