তারেক আল মুরশিদ,গাইবান্ধা থেকেঃ গাইবান্ধায় পুলিশ পরিচয়ে দোকানে বাকি নিতে গিয়ে ধরা পড়েছে শিখা (২৬) নামের এক নারী। রবিবার (১৪ জুন) বিকালে গাইবান্ধা বাস টার্মিনাল থেকে তাকে আটক করে পুলিশ। পরে তার বাসা থেকে পুলিশের পোষাক ও পোষাক পড়া ছবি জব্দ করা হয়।
ভূয়া নারী পুলিশ শিখা’র (২৬) বাড়ি রাজশাহীর রাজপাড়া উপজেলার বাসুয়া গ্রামে। তার স্বামীর বাড়ি গাইবান্ধা সদরের ধানঘড়ায়।
পুলিশ জানায়, অভিযুক্ত শিখা পুলিশ সেজে দোকান থেকে বাকিতে পুলিশের ড্রেসের কাপড় কিনে বাস টার্মিনালে একটি টেইলার্সে বানাতে দেয়। বাকিতে কাপড় কিনে নিখোঁজ হয় সে। পরে আবারো বাসস্টান্ড এলাকায় আসলে তার আচরণে সন্দেহ হলে থানায় অভিযোগ করে ভুক্তভোগী। পরে খবর পেয়ে সদর থানা পুলিশ তাকে আটক করে।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খান মো. শাহরিয়ার বলেন, অভিযুক্ত ভুয়া নারী পুলিশের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।