গোয়েন্দা পুলিশের হাতে ইয়াবা ও ইয়াবা বিক্রির টাকা সহ দুই যুবক গ্রেফতার।।

প্রকাশিত: ১২:০১ অপরাহ্ণ, জুন ২৯, ২০২০

মিঠুন গোস্বামী রাজবাড়ী প্রতিনিধিঃ

রাজবাড়ীর পুলিশ সুপার মো. মিজানুর রহমান পিপিএম এর নির্দেশে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল অভিযান চালিয়ে রোববার গোয়ালন্দ উপজেলার কাশিমা গ্রাম থেকে বিপুল পরিমান ইয়াবাবড়ি ও ইয়াবা বিক্রির নগদ টাকা সহ দুই যুবককে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃতরা হলো উপজেলার ছোটভাকলা ইউনিয়নের কাশিমা গ্রামের মৃত মনির শেখ এর ছেলে মো. মুকুল শেখ ওরফে সাগর (৩৩) ও মো. রশিদ মোল্লার ছেলে মো. সবুজ মোল্লা (৩৩)। এসব মাদক চট্রগ্রাম থেকে আনা হয়েছিল।
গোয়েন্দা পুলিশের দল তাদের দুইজনের কাছ থেকে প্রায় ১৯ লাখ ২০ হাজার টাকা মূল্যের ৬ হাজার ৪০০ টি ইয়াবাবড়ি ও একটি হলুদ রঙের ব্যাগ থেকে ইয়াবাবড়ি বিক্রির নগদ ৪ লাখ ১৩ হাজার টাকা জব্দ করে। তাদেরকে রোববার বিকেলে গোয়ালন্দ ঘাট থানায় হস্তান্তর শেষে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেছে।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ওমর শরীফ জানান, গ্রেপ্তারকৃত মুকুল শেখ ওরফে সাগর ও সবুজ মোল্লা চিহিৃত মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধরে চট্রগ্রাম থেকে মাদক এনে জেলার বিভিন্ন স্থানে বিক্রি করছিল। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে অভিযান চালিয়ে মুকুল শেখ ওরফে সাগর এর বাড়ির দক্ষিণ ভিটার উত্তর দুয়ারী আধাপাকা চৌচালা বারান্দা ও রান্নাঘর সংযুক্ত বসত ঘর থেকে এবং সবুজ মোল্লার শয়ন কক্ষের ভিতর থেকে এসব ইয়াবাবড়ি জব্দ করা হয়। পরে তাদেরকে গ্রেপ্তার করে রোববার দুপুরের পর গোয়ালন্দ ঘাট থানায় হস্তান্তর শেষে এ এস আই মেহেদী হাসান বাদী হয়ে গোয়ালন্দ ঘাট থানায় একটি মাদক মামলা দায়ের করেছেন।




error: Content is protected !!