গ্রাম বাংলার ঐতিহ্য রক্ষায় ভিন্নধর্মী আয়োজন।।

প্রকাশিত: ৯:৩৭ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১০, ২০২০

মিঠুন গোস্বামী রাজবাড়ী প্রতিনিধিঃ

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের খালিয়া একতা যুব সংঘ কতৃক আয়োজিত গ্রাম বাংলার ঐতিহ্যবাহি খেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

বুধবার ৯ (সেপ্টেম্বর) বিকাল ৩ টা থেকে শুরু হয় গ্রাম বাংলার ঐতিহ্যবাহি খেলা। উক্ত অনুষ্ঠানে নারী পুরুষ উভয় মিলে প্রায় ১৩ টি খেলার আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্তিত ছিলেন, নারুয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম,নারুয়া ইউনিয়ন শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন, খালিয়া একতা যুব সংঘ এর প্রতিষ্ঠাতা মুহাম্মাদ আলী, সভাপতি পরান, যুব নেতা বাহারুল ইসলাম,
মারুফ টেলিকম এর ম্যানেজিং ডিরেক্টর মারুফ বিল্লাহ, ব্যবাসায়ী কিশোর মাহমুদ স্বপন, শ্রমিকনেতা শরিফুলের সহ সংগঠনের সদস্য বিন্দু ও এলাকা বাসি।
খালিয়া একতা যুব সংঘ এর প্রধান উপদেষ্টা এস আই ফরিদুজ্জামান কর্মস্থলে থাকায় ভিডিও কনফারেন্স এর মাধ্যমে উক্ত অনুষ্ঠান দেখেন।
প্রতিষ্ঠাতা মুহাম্মাদ আলী বলেন, করোনা ভাইরাসের জন্য গ্রামের মানুষ দীর্ঘ দিন গৃহ বন্দী। আমাদের সংগঠনের পক্ষ থেকে বিনোদন ও গ্রাম বাংলার ঐতিহ্য রক্ষাতে এই ব্যতিক্রমী আয়োজন করেছি।
শ্রমিক নেতা মহিদুল ইসলাম বলেন, মাদক থেকে যুব সমাজ কে রক্ষা করতে হলে এই ধরনের ব্যতিক্রমী আয়োজন করতে হবে।
অনুষ্ঠান শেষে পুরস্কার বিতরণ করা হয়।




error: Content is protected !!