গড়দুয়ারা ইউনিয়নে ১০ বেড নিয়ে আইসোলেশন সেন্টারের কার্যক্রম শুরু

প্রকাশিত: ১২:১০ পূর্বাহ্ণ, জুলাই ৪, ২০২০

আসলাম পারভেজ, হাটহাজারী-
গড়দুয়ারা ইউনিয়নে এলাকার কিছু তরুন ও প্রবীনদের সহযোগিতায় ১০ বেড নিয়ে আইসোলেশন সেন্টারের কার্যক্রম শুরু করেছে। শুক্রবার( ৩জুলাই) গড়দুয়ারা উচ্চ বিদ্যালয়ের একটি রুমে অস্থায়ীভাবে আইসোলেশন সেন্টারে খতমে কোরআন ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে এর আনুষ্টিকতা হয়।
এসময় উপস্থিত ছিলেন ডাক্তার মোঃ বখতিয়ার আলম চৌধুরী,রাজনীতিবিদ এনাম চৌধুরী,রাজনীতিবিদ এনামুল হক চৌধুরী, রাজনীতিবিদ মোঃগিয়াস উদ্দীন, ডা.মোঃশামসুল আলম,ডা.মোঃরাশেদ, ডা.মোঃকায়সারুল আলম, ডা.মোঃসৈয়দ,ডা.মোঃজয়নাল, মোঃওয়াহিদুল আলম,তারিকুল কালাম,মোঃমোশারফ হোসেন চৌধুরী,ইকবাল টিটু হুমায়ুন রশিদ,মোঃএকরাম,কিয়াস মোর্শেদ,বক্কর,রিপন,বাবু,পাবেল,রাকিব,জিসান,জমির,রাফি,সানিম,আলি, রবিন,আসিফ,তামিম প্রমুখ।
গড়দুয়ারা আইসোলেশন সেন্টারের উদ্দ্যক্তা মো:রিয়াজ মোরশেদ বলেন,আমাদের এলাকার কিছু তরুন ও প্রবীনদের সহযোগিতায় আইসোলেশন সেন্টারটি স্থাপন করতে পেরেছি। আপাতত ১০ বেডের হলেও ভবিষ্যতে এর পরিধি আরো বাড়ানো হবে।প্রাথমিকভাবে গড়দুয়ারা ইউনিয়নে করোনা আক্রান্ত কোন রোগী পাওয়া গেলে সে রুগীর ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকার মত পরিবেশ যাদের নেই তাদের জন্য এ ব্যবস্থা।
জানা যায়,গড়দুয়ারা আইসোলেশন সেন্টারে প্রাথমিক চিকিৎসা সেবা দেওয়ার জন্য সার্বক্ষণিক ডাক্তার ও স্বেচ্ছাসেবক থাকবে। পর্যায়ক্রমে বিশেষজ্ঞ ডাক্তারও রোগী দেখবেন এখানে। ৩টি অক্সিজেন সিলিন্ডার নিয়ে আইসোলেশন সেন্টারের কার্যক্রম শুরু হলেও পর্যায়ক্রমে আরো বাড়ানো হবে৷ আইসোলেশন সেন্টারে যে সব রুগী আসবে তাদের ঔষধ,খাবার সরবরাহ করা হবে ।
বি.দ্র.-আইসোলেশন সেন্টার থেকে সেবা নেওয়ার জন্য ০১৬৩৩৬১১২১৭ নাম্বারে যোগাযোগ করতে পারেন।




error: Content is protected !!