ঘোড়াঘাটে ২৫৯পিছ ফেনসিডিল সহ আটক ২

প্রকাশিত: ৭:২০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২২, ২০২০

আসলাম উদ্দিন, জেলা প্রতিনিধি দিনাজপরঃ
দিনাজপুরের ঘোড়াঘাট থানা পুলিশ ২৫৯পিছ ভারতীয় নিষিদ্ধ ফেনসিডিল সহ ট্রাক ড্রাইভার ও হেলপার সহ ২জনকে আটক করেছেন।
এসময় একটি ট্রাক ও জব্দ করেন ঘোড়াঘাট থানা পুলিশ।
আটক কৃত ট্রাক ড্রাইভার রশিদুল ইসলাম (৩২) দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার জসাই দূর্গাপুর গ্রামের মৃতঃ জসিবর রহমানের ছেলে ওহেলপার ছাদেকুল ইসলাম(২৫)একই উপজেলার বড় হরিহরপুর মুন্সীপাড়া ভবের বাজার গ্রামের সামসুল হকের ছেলে।
গোপন সংবাদের ভিত্তিতে ঘোড়াঘাট থানার নবাগত ওসি আজিম উদ্দিনের সার্বিক তত্তাবধানে সেকেন্ড অফিসার এস আই রাশেদুজ্জামান এ এস আই ভোলানাথ ওসঙ্গীয় ফৌস সহ উপজেলার শিংড়া কলাবাড়ী ভান্ডারী বাজার সড়কে চেক পোষ্ট বসিয়ে গাড়ী তল্লাসী চালান।প্রতি মধ‍্যে একটি ট্রাক দ্রুত গতিতে আসতে দেখে ট্রাকটি থামাতে সিগনাল দেওয়া হলে ট্রৃাক টি থামিয়ে ট্রাক ড্রাইভার ওহেলপার পালানোর চেষ্টা করলে সঙ্গীয় ফৌস তাদের আটক করতে সক্ষম হন।
পরে ট্রাক তল্লাশী করে ২৫৯পিছ ফেনসিডিল উদ্ধার করে ট্রাকটি জব্দ করা হয়।
আসামীদের নামে মাদক আইনে মামলা দায়ের পুর্বক দিনাজপুর জেল হাজতে প্রেরণ করা হবে বলে প্রেস ব্রিফিংয়ে জানান ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ ওসি আজিম উদ্দিন।




error: Content is protected !!