চাঁদপুরে করোনা উপসর্গ নিয়ে আরো ৫ জনের মৃত্যু :

প্রকাশিত: ৬:০২ অপরাহ্ণ, জুন ৫, ২০২০

চাঁদপুর প্রতিনিধিঃআলমগীর বাবুঃচাঁদপুর মতলব দক্ষিণ ও হাজীগঞ্জ করোনা উপসর্গ নিয়ে গত ১২ ঘন্টায় পাঁচজন নারী-পুরুষের মৃত্যু হয়েছে।তাদের ১জন চাঁদপুর সদরে ১জন মতলব দক্ষিণে এবং ৩জন হাজীগঞ্জে।

চাঁদপুর সদরে মাহবুবুল হক (৬০) নামে এক ব্যক্তি বৃহস্পতিবার দিবাগত রাতে করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। তিনি উপজেলার রামপুর ইউনিয়নের বড় সুন্দর গ্রামের পাটওয়ারী বাড়ি বাসিন্দা। শুক্রবার সকালে তার স্যাম্পল নেয়া হয়েছে। বিশেষ ব্যবস্থায় দাফন করা হয়।

তার আত্মীয়-স্বজনরা জানান, মৃত মাহবুবুল হকের করোনার লক্ষণ ছিলো। অনেকদিন যাবত বাড়িতেই তিনি অসুস্থ্য অবস্থায় ছিলেন। এছড়া আগে থেকেই তিনি এজমার রোগী ছিলেন।

মতলব দক্ষিণ উপজেলায় আব্দুল কুদ্দুছ (৫৫) নামে এক ব্যক্তি করোনা উপসর্গ নিয়ে বৃহস্পতিবার রাতে মারা গেছেন। উপাদী দক্ষিণ ইউনিয়নে তার বাড়িতেই মৃত্যু হলে রাতেই তার দাফন সম্পন্ন করা হয়।

স্বাস্থ্যবিধি মেনে মৃতদের লাশ দাফন কাজে অংশ নিচ্ছেন চাঁদপুর জেলা ইসলামী আন্দোলনের দাফন কাজে নিয়োজিত টিমের সদস্যরা।

হাজীগঞ্জ পৌর যুবদলের সাবেক আহবায়ক আবদুল আউয়াল সর্দার শুক্রবার সকাল ৮ টা ৫০ মিনিটে জ্বর ও শ্বাসকষ্টে মারা যান। তিনি পৌরসভার ৬ নং ওয়ার্ড মকিমাবাদ সর্দার বাড়ীর বাসিন্দা।
বৃহস্পতিবার তার করোনা নমুনা সংগ্রহ করা হয় বলে জানা গেছে। তিনি হাজীগঞ্জ বাজারের একজন বিশিষ্ট্য ব্যবসায়ী ছিলেন। জানা গেছে, করোনাভাইরাসের প্রাদুর্ভাবের আগ থেকেই তিনি শ্বাসকষ্টে ভুগছিলেন।

এদিকে হাজিগঞ্জ পৌরসভার ৬ নং ওয়ার্ড কাউন্সিলর ও পৌর বিএনপির সাবেক সাধারন সম্পাদক আলহাজ্ব আবু বকর ছিদ্দিক তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

অপরদিকে হাজীগঞ্জ উপজেলার বাকিলা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোবাশ্বের হোসেনের মেয়ে মিথিলা (২০) করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে। পারিবারিক সূত্র জানায়, মিথিলার কিডনি এবং লিভারে সমস্যা দেখা দেয়। চিকিৎসার জন্য অনেকদিন যাবত হাসপাতালে আনা-নেওয়ার মাঝে তার করোনা পজিটিভ হয়ে যায়। গত ১৫ দিন ধরে ঢাকা কুর্মিটোলা হসপিটালে মিথিলা ভর্তি ছিল। আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেলে সে মারা যায়।

এছাড়াও হাজিগঞ্জ উপজেলার ৬নং বড়কুল ইউনিয়নের এন্নাতলি গ্রামে শুক্রবার সকালে করোন উপসর্গ জ্বর শ্বাসকষ্টে দুলাল মিয়াজী নামে এক ব্যক্তি মারা যায়। তার পিতার নাম জহিরুল ইসলাম মিয়াজী।




error: Content is protected !!