
চাঁদপুুর প্রতিনিধিঃআলমগীর বাবুঃচাঁদপুর জেলা কারাগারে দায়িত্ব পালনকালে আবুল খায়ের (৪০) নামে এক কারারক্ষীর মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ জুন) বিকেলে চাঁদপুর বাবুরহাট এলাকায় জেলা কারাগারে কারারক্ষী আবুল খায়ের হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।
সেখান থেকে তাকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।কারারক্ষী আবুল খায়েরের বাড়ি নোয়াখালী জেলা বেগমগঞ্জ থানায় তার বাবার নাম মো. সোহাগ হোসেন।মৃত্য আবুল খায়েরের এক ছেলে সন্তান আছে। চাঁদপুর জেলা কারাগার সূত্রে জানা যায়, দুই বছর আগে চাঁদপুর জেলা কারাগারে আবুল খায়ের যোগদান করেন। আজ হঠাৎ করে তিনি অসুস্থ হয়ে পড়লে দ্রুত চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়। হৃদরোগে আক্রান্ত হয়ে তার করুণ মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
চাঁদপুর সরকারি হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সৈয়দ আহাম্মদ কাজল জানান, কারারক্ষী আবুল খায়েরকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তবে হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।শুক্রবার বাদ এশা চাঁদপুর জেলা কারাগার মসজিদের সামনে মৃত আবুল খায়ের এর অনুষ্ঠিত হয়।জানাজার নামাজ শেষে চাঁদপুর জেলা কারাগার জেল সুপার তার আত্মীয় স্বজনের কাছে তার মৃতদেহ হস্তান্তর করেন।নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানায় তার পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।