মোঃইব্রাহিম নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর চাটখিল অবৈধ ভাবে পাখি বিক্রির দায়ে একজনকে ভ্রাম্যমান আদালতের জরিমানা।
উপজেলার চাটখিল বাজারে অবৈধ ভাবে ডাক পাখি ও বকপাখি বিক্রির দায়ে সোনাইমুড়ী উপজেলার কালুয়াই গ্রামের মো:খলিলের ছেলে আবুল কাশেমকে (৪৫) বন্য প্রাণী সংরক্ষণ আইনে ৫০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। ও একটি পাখিকে অবমুক্ত এবং অন্যটি চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উজ্জ্বল রায়। ম্যাজিস্ট্রেট বলেন,ফসলি জমিনের ফসল নষ্টের করায় আবুল কাশেম নামের একজনকে পাখি শিকার করে বিক্রির দায়ে জরিমানা করা হয়েছে।এবং একটি পাখি অবমুক্ত ও অন্যটি অসুস্হ থাকায় চিকিৎসার জন্য প্রানী সম্পদ অফিসে পাঠানো হয়েছে।এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ম্যাজিস্ট্রেট।