চিলা ইউনিয়নে ১৫০ পরিবারের মাঝে করোনা ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ

প্রকাশিত: ৬:৪০ অপরাহ্ণ, আগস্ট ২৩, ২০২০

আলী আজীম,মোংলাঃ

মোংলা উপজেলার চিলা ইউনিয়ন পরিষদে রবিবার(২৩ আগস্ট) দুপুর ২ টায় কোভিড ১৯ মোকাবেলা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্বাস্থ্য সুরক্ষায় দরিদ্র ও ঝুঁকিপূর্ণ ১৫০ পরিবারের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরন করা হয়।

এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার, আরো উপস্থিত ছিলেন মোংলা উপজেলা মৎস্য কর্মকর্তা এ জেড এম তৌহিদুর রহমান,চিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী আকবর হোসেন,ইউপি সদস্য নাছির হোসেন,ইউপি সদস্য নজরুল ইসলাম সহ পমূখ।

প্রধান অতিথি কমলেশ মজুমদার তার বক্তব্যে বলেন করোনার হাত থেকে বাচার একমাত্র উপায় জনসচেতনতা। সবাই সচেতন ভাবে চলাফেরা করবেন।বাড়ির বাইরে বের হলে অবশ্যই মাস্ক ব্যবহার করবেন। বাইরে থেকে বাড়িতে ফেরার পর সবাই সাবান দিয়ে ভালো ভাবে হাত,মুখ পরিস্কার করবেন।বাইরে চলাফেরার ক্ষেত্রে অবশ্যই সামাজিক দুরত্ব বজায় রাখার জন্য সবাইকে অনুরোধ করেন।

এর পর প্রধান অতিথি কমলেশ মজুমদার চিলা ইউনিয়নের জয়মনিরগোল এ নদী ভাঙ্গনের কারনে রাস্তা ভেঙ্গে গেছে ও নদীতে জোয়ারের পানি বৃদ্ধির কারনে ঘের ও বাড়ী ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে তা পরিদর্শন করেন।




error: Content is protected !!