চুনারুঘাটের নতুন ওসি এম আশরাফ

প্রকাশিত: ১২:১৯ পূর্বাহ্ণ, অক্টোবর ১১, ২০২০

মোঃজামাল হোসেন লিটন,হবিগন্জ : হবিগঞ্জের চুনারুঘাট থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে এম. আলী আশরাফ যোগদান করেছেন।

শুক্রবার (৯ অক্টোবর) রাতে তিনি চুনারুঘাট থানায় যোগদান করেন।

এ সময় থানার অফিসার্সবৃন্দ তাকে ফুলেল তোলা দিয়ে গ্রহন করে নেন। পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যার আদেশে বৃহস্পতিবার (৮ অক্টোবর ২০২০ইং) এম. আলী আশরাফকে চুনারুঘাট থানায় বদলি করা হয়েছে।

এর আগে তিনি মাধবপুর উপজেলার কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ হিসেবে কর্মরত ছিলেন।

এম. আলী আশরাফ রসায়ন বিষয়ে অনার্স-মাস্টার্স সম্পন্ন করে তিনি বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। প্রশিক্ষণ শেষে তিনি কুমিলা জেলায় এসআই হিসেবে দায়িত্বপ্রাপ্ত হন। পরে সিলেট জেলা, মৌলভীবাজার জেলায় সুনামের সাথে পেশাগত দায়িত্ব পালন করেন। এসময় পদোন্নতি পেয়ে নবীগঞ্জ উপজেলার গোপলার বাজার পুলিশ তদন্ত কেন্দ্রে ইনচার্জ হিসেবে দায়িত্ব পান। পরে ২০১৭ সালের সেপ্টেম্বর মাসে চুনারুঘাট থানায় ওসি (তদন্ত) হিসেবে যোগদান করেন।




error: Content is protected !!