চুনারুঘাটে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্য বৃক্ষ রোপন উদ্বোধন

প্রকাশিত: ১:১৬ পূর্বাহ্ণ, জুলাই ১৭, ২০২০

মোঃজামাল হোসেন লিটন,হবিগন্জ প্রতিনিধি ঃহবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায়
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে সারাদেশে এক কোটি বৃক্ষের চারা রোপণ কর্মসূচীর অংশ হিসাবে চুনারুঘাট উপজেলায় এ কর্মসূচীর উদ্বোধন করা হয়।

আজ ১৬ জুলাই বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সত্যজিত রায় দাশ এর সভাপতিত্বে উক্ত বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদির লস্কর

জানা যায় মুজিব শতবর্ষ উপলক্ষে বৃহস্পতিবার সারাদেশে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত এক কোটি বৃক্ষের চারা রোপণ কর্মসূচী পালিত হয়েছে। উক্ত কর্মসূচির অংশ হিসেবে আজ চুনারুঘাট উপজেলা পরিষদ প্রাঙ্গনে ফলজ, ভেষজ, ঔষধি বৃক্ষ রোপন করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ লুৎফুর রহমান, সহকারী কমিশনার (ভূমি)মিলটন চন্দ্র পাল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জনাব প্লাবন পাল, বন বিভাগের কালেঙ্গা রেঞ্জের দায়িত্বপ্রাপ্ত রেঞ্জার মো: আলাউদ্দিন। অন্যান্য জনপ্রতিনিধিবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক সহ আরো অনেকে।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, চুনারুঘাট উপজেলার সকল ইউনিয়ন পরিষদে, স্কুল কলেজ প্রাঙ্গণে এবং স্বেচ্ছাসেবীদের মাধ্যমে সর্বমোট ২০৩২৫ টি চারা মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে রোপন করা হবে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী চুনারুঘাট বাসীকে নিজ নিজ উদ্যোগে নিজ প্রাঙ্গণ অথবা পতিত জায়গায় বৃক্ষরোপন কার্যক্রম গ্রহণের জন্য অনুরোধ করছি।




error: Content is protected !!