চুনারুঘাটে মুড়ারবন্দ দরবার শরীফ হাফিজিয়া মাদ্রাসা ছাত্রকে পাগড়ি পরিধান ও দোয়া মিলাদ মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত: ১২:০৮ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৭, ২০২৪

সৈয়দ আখলাক উদ্দিন মনসুর শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি ঃ যথাযোগ্য মর্যাদায় পবিত্র শবেবরাত (
লাইলাতুলকদর) উপলক্ষে প্রতিবছরের ন্যায় এবারও হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা তরফ রাজ্য বিজয়ী ১২০
আউলিয়া পূর্ণ্য ভূমি ঐতিহাসিক মুড়ারবন্দ দরবার শরীফে পূর্ব – পশ্চিম শায়িত (মাদনী) হযরত সৈয়দ শাহ নাসির
উদ্দিন সিপাহসালার (রহঃ) হাফিজিয়া মাদ্রাসায় ৫ জন হাফেজকে পাগড়ি পরিধান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
হয়েছে । রবিবার (২৫ ফেব্রুয়ারি) বিকালে অত্র হাফিজিয়া মাদ্রাসা কক্ষে প্রতি বছরের ন্যায় এবার ও মাদ্রাসা
আয়োজনে এবং মুড়ারবন্দ ১২০ আউলিয়া দরবার শরীফের মোতাওয়াল্লী পীরজাদা সৈয়দ শফিক আহমেদ চিশতী
সফিক সভাপতিত্বে এবং খাদেম গদ্দীনিশিন পীরজাদা সৈয়দ আহমেদ চিশতী সার্বিক সহযোগিতা পরিচালনায়
পাগড়ি পরিধান অনুষ্ঠানে অর্ধশতাধিক মাদ্রাসা ছাত্র , শিক্ষক, অভিভাবক, দরবার শরীফের খাদেম,গণ্যমান্য
ব্যক্তিবর্গ ও সাংবাদিক উপস্থিতিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনো নন্দিত সাবেক উপজেলা
পরিষদের চেয়ারম্যান মোঃ আবু তাহের । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ মডেল প্রেস
ক্লাবের সভাপতি সৈয়দ আশরাফ উদ্দিন মামুন , খান্দুরা উত্তর হাবেলীর গদ্দীনিশিন পীরজাদা সৈয়দ রফিকুল
হোসাইন , মুড়ারবন্দ দরবার শরীফের কবির আহমেদ চিশতী । এ সময় স্বাগত বক্তব্য রাখেন অত্র হাফিজিয়া
মাদ্রাসা অধ্যক্ষ ও মুড়ারবন্দ দরবার শরীফে পেশ ইমাম হাফেজ মাওলানা মোঃ নিয়ামত আলী । আলোচনা সভা
শেষে অত্র হাফিজিয়া মাদ্রাসা থেকে হাফেজ পরীক্ষায় উত্তীর্ণ ৫ জনকে পাগড়ি প্রদান করেন এবং সকলের
হাতে উপহার তুলে দেন মুড়ার বন্দ ১২০ আউলিয়ার দরবার শরীফের মোতাওয়াল্লী গদ্দীনিশিন পীরজাদা সৈয়দ
শফিক আহমেদ চিশতী সফি । মিলাদ ও দোয়া পরিচালনা করেন চুনারুঘাট আলীম উদ্দিন মাদ্রাসা অধ্যক্ষ
মাওলানা মোঃ আফছার উদ্দিন আহমেদ ।




error: Content is protected !!