মোঃজামাল হোসেন লিটন,হবিগন্জ প্রতিনিধিঃ
হবিগঞ্জের চুনারুঘাটে তিনজন পাখি শিকারীকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত।
আজ মঙ্গলবার সকালে চুনারুঘাট উপজেলার চান্দপুর চা-বাগান
এলাকার ৯ নং সেকশনে বুলবুল,শালিক,ফুল ঝুড়িসহ বিভিন্ন প্রজাতির ১২০টি পাখি শিকার করে হত্যা করার অপরাধে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন ২০১২ এর ৩৮(১) ধারায় তিনজন ব্যক্তিকে ০৩(তিন) মাস করে বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে।
দন্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন,উপজেলার বালিয়ারি গ্রামের আনোয়ার আলীর ছেলে,আব্দুল কাইয়ূম(৪৬) অাঃ হান্নানের ছেলে আলামিন (২৬),আব্দুল হেকিমের ছেলে মোঃ রুকু মিয়া(৪৮),ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন মিলটন চন্দ্র পাল,সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।