হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় জুন মাসের দ্বিতীয় সপ্তাহে হঠাৎ করে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে গেছে। এ পর্যন্ত উপজেলায় ৭৬ জন আক্রান্ত হয়েছেন। মারা গেছেন একজন। প্রতিদিনই আক্রান্তের সংখ্যা বাড়ছে। এমন অবস্থায় বৃহস্পতিবার বিকেলে হবিগঞ্জ সিভিল সার্জন অফিস অতি সংক্রমিত ১টি পৌরসভা ও ৩ টি ইউনিয়নকে ‘রেডজোন’ ঘোষণা করেছেন। চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোজাম্মেল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। জানা যায়, চুনারুঘাট পৌরসভা, ৩নং দেওরগাছ ইউনিয়ন, ৭নং উবাহাটা ইউনিয়ন ও ৯নং রানীগাঁও ইউনিয়নকে রেডজোন ঘোষণা করা হয়েছে। এ সমস্ত এলাকায় লোকজনের চলাচল কিভাবে নিয়ন্ত্রণ করা হবে তার সিদ্ধান্ত নিবে চুনারুঘাট উপজেলা কভিট-১৯ প্রতিরোধ কমিটি।
এ ব্যাপারে কভিট-১৯ প্রতিরোধ কমিটির সভাপতি চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সত্যজিত রায় দাশ জানান, এখনো রেডজোনের ব্যাপারে কোনো নির্দেশনা পাইনি। নির্দেশনা পেলে জেলা প্রশাসকের পরামর্শক্রমে আগামী রবিবার মিটিং করে এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।