চুনারুঘাট সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় চা পাতা উদ্ধার

প্রকাশিত: ৫:০৮ অপরাহ্ণ, জুন ১৪, ২০২০

চুনারুঘাট(হবিগঞ্জ)প্রতিনিধিঃ

হবিগঞ্জের চুনারুঘাটের সীমান্তবর্তী এলাকা সোনাচুং বাজারস্থ খোয়াই নদীতে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় চাপাতা উদ্ধার করেছে বিজিবি। রবিবার ভোর ৪টায় বিজিবির নিজস্ব গোয়েন্দা সংবাদের ভিত্তিতে এ অভিযান চালান তারা। বিজিবি ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল এস এন এম সামীউন্নবী চৌধুরী পিবিজিএম, পিবিজিএমএস জানান, উল্লেখ্য সময়ে তার নেতৃত্বে ব্যাটালিয়ন সদর হতে বিশেষ অভিযান পরিচালনা করে একদল বিজিবি। এ সময় তারা উপজেলার রেমা বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকা সীমান্ত পিলার ১৯৫৬ হতে আনুমানিক ০৬ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে বসন্তপুর কলাবাগান এর পূর্বদিকে সোনাচং নামক স্থানে খোয়াই নদী দিয়ে অভিনব কায়দায় পলিথিনে মোড়ানো অবস্থায় ভারত হতে বাংলাদেশে প্রবেশের সময় ভাসমান অবস্থায় ১৩৫ বস্তায় থাকা ৫৪০০ কেজি ভারতীয় চা পাতা আটক করেন তারা। পরে যাতায়াত সুবিধার জন্য রাজার বাজার ব্রিজের নিকট ভাসিয়ে নিয়ে আসেন। এবং সেখান থেকে উদ্ধার করে ব্যাটালিয়নে নিয়ে যান। আটককৃত চা পাতার আনুমানিক মূল্য ষোল লক্ষ বিশ হাজার টাকা। এ ব্যাপারে মামলা হয়েছে।




error: Content is protected !!