চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় মুজিববর্ষে প্রধানমন্ত্রীর উপহারের ৩০ টি পরিবারকে গৃহ হস্তান্তর।

প্রকাশিত: ৭:১০ অপরাহ্ণ, জুন ২০, ২০২১

মোঃ জীবন ( চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি)

মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার উপলক্ষে আজ ২য় দফায় ভূমিহীন ও গৃহহীন পরিবারকে গৃহ প্রদান অনুষ্ঠানের অনলাইনের মাধ্যমে শুভ উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার এই গৃহ নির্মাণ এর মধ্যে, এ পর্যায়ে দামুড়হুদা উপজেলায় ৩০ টি পরিবারকে গৃহ প্রদান করা হয়েছে। এসময় প্রতিটি পরিবারকে দুই শতক জমির কবুলিয়ত হস্তান্তর করা হয়। সেই সাথে উক্ত গৃহে বিদ্যুৎ ও পানি সরবরাহের বন্দোবস্ত করা হয়েছে।এবং প্রতিটি জমি ও বাড়ির মালিকানা স্বামী-স্ত্রীর যৌথ নামে দেওয়া হয়েছে। দেশের গৃহহীন প্রতিটি মানুষ ঘর না পাওয়া পর্যন্ত এই কার্যক্রম চলমান থাকবে, বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।আজ রবিবার সকাল ১০:৩০ মিনিট এর সময় দামুড়হুদা উপজেলা পরিষদ সভাকক্ষে মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কতৃক ভুমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান অনুষ্ঠানে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান এর সভাপতিত্বে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা পরিষদ চেয়ারম্যান আলী মুনছুর (বাবু) বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদিপ্ত কুমার (সিংহ) এবং দামুড়হুদা উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধান কর্মকর্তাবৃন্দ সহ, আরো উপস্থিতি ছিলেন জুড়ানপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সোহরাব হোসেন, কুড়ুলগাছি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহ্ মোঃ এনামুল করীম ইনু, হাউলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজাম উদ্দীন, জেলা পরিষদের সদস্য শফিউল কবির ইউসুফ, দামুড়হুদা উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক হযরত আলী, সহ আরো উপস্থিত ছিলেন ৩০টি পরিবারের সদস্য সহ সাংবাদিক বৃন্দ‌ ও অন্যান্য ব্যাক্তিবর্গ গণ ।




error: Content is protected !!