চুয়াডাঙ্গার দামুড়হুদা সদর ইউনিয়নে খাদ্য সহায়তা প্রদান।

প্রকাশিত: ৯:১৮ অপরাহ্ণ, জুন ২৭, ২০২১

মোঃ জীবন (জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা)
আজ রবিবার বেলা ১১ ঘটিকার সময় চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশে চুয়াডাঙ্গার দামুড়হুদা সদর ইউনিয়নে সাধারণ মানুষের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়।চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান জানান , চুয়াডাঙ্গা জেলা প্রশাসক এর নির্দেশে গত কাল খাদ্য সহায়তা দেওয়ার সিদ্ধান্ত গ্ৰহন করা হয়, এবং আজ বেলা ১১ঘটিকার সময় থেকে দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান মহোদয় এর উপস্থিতিতে এই কার্যক্রম শুরু হয়। তিনি আরো বলেন বর্তমানে বাংলাদেশে করোনা ভাইরাস এর প্রকোপ যে হারে বৃদ্ধি পেয়েছে তাতে করে খুলনা বিভাগের বেশ কয়েকটি জেলা সহ চুয়াডাঙ্গা জেলার করোনা সংক্রমণ প্রতিনিয়ত বৃদ্ধি পাওয়ায় , এই জেলার করোনা সংক্রমণের হার সব থেকে বেশি। এবং এই (চুয়াডাঙ্গা)জেলার প্রত্যেকটি উপজেলায় কম বেশি করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় গত কিছুদিন যাবত চুয়াডাঙ্গা জেলা প্রশাসক এর নির্দেশে চুয়াডাঙ্গার বেশ কিছু উপজেলা সহ দামুড়হুদা উপজেলায় লকডাউন চলতেছে। যাতে করে, এই উপজেলার সাধারণ মানুষ কর্মহীন হয়ে পড়েছে, তার মধ্যে অনেক ব্যবসায়ী ভাই আছেন যারা সরকারি সহায়তা চাইতে লজ্জা বোধ করেন এবং উক্ত লকডাউনে কেউ যেন অনাহারে দিন যাপন না করেন তার পরিপ্রেক্ষিতে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশে আমরা আজ দামুড়হুদা সদর ইউনিয়নে কৃষক, শ্রমিক, দিনমজুর, ভ্যানচালক,ব্যবসায়ীসহ মোট ৩৭৫টি ব্যক্তিকে খাদ্য সহায়তা প্রদান করতে সক্ষম হয়েছি। এবং তিনি ( ইউএনও) আরো বলেন যতদিন লকডাউন চলবে ততদিন আমরা এই সহায়তা প্রদান করার চেষ্টা করব।এসময় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা পরিষদ চেয়ারম্যান আলী মুনছুর (বাবু) বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (AC) সুদিপ্ত কুমার (সিংহ) এবং দামুড়হুদা উপজেলার বিভিন্ন নেতৃবৃন্দ সহ সদর ইউনিয়নের চেয়ারম্যান, সাধারণ জনগণ ও সাংবাদিক বৃন্দ‌।




error: Content is protected !!