আসলাম পারভেজ,,হাটহাজারী★
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে হাটহাজারী উপজেলায় ছিপাতলী ইউনিয়নে ছাত্রলীগ এর উদ্যোগে দু’শতাধিক দুস্থ পরিবারে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
গতকাল সোববার (১০ মে) বিকালে ছিপাতলী ইউনিয়নে সিএনজি, রিকশা, অটোরিকশা ভ্যান গাড়ি চালক ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মাঝে এই উপহার বিতরণ করা হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জননেতা আলহাজ্ব ইউনূস গণি চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবীণ আওয়ামীলীগ নেতা হাটহাজারী উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী চৌধুরী, মহানগর কৃষক লীগের সাধারণ সম্পাদক কাজী আনোয়ার হাফিজ, হাটহাজারী উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন মিন্টু ,ছিপাতলী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুরুল আবেদীন জসিম সাবেক সহ সভাপতি জসিম তালুকদার, নুরুল ইসলাম,ন ম সেলিম,কোষাদক্ষ্য মোহাম্মদ সিরাজ,যুবলীগের সাবেক সভাপতি আব্দুল মান্নান তালুকদার ,ফরহাদাবাদ আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক গিয়াস উদ্দিন, আওয়ামীলীগ নেতা কামরুল হাসান শেয়ান,ছিপাতলী ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক হানিফ বাবুল,যুগ্ন আহ্বায়ক জাহেদ চৌধুরী, রেজাউল করিম মাসুদ,ছিপাতলী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক আহ্বায়ক জিয়া উদ্দিন রনি,উপজেলী ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জি এম নিশান, সদস্য মহিবুদ্দীন শাওন, রুবেল,রায়হান, খোরশেদ,ইমু,ছুটন, আনোয়ার,মুবিন অভি, সবুজ, রাফাত, রাকিব প্রমুখ।
চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব ইউনূস গণি চৌধুরী জানান,করোনা মহামারির এই দুঃসময়ে কঠিন সময় পার করছে সবাই। অসহায় ও দুঃস্থ মানুষের দুর্দশার মাত্রা চরমে পৌঁছেছে। কর্মহীন হয়ে পড়েছে তাদের অনেকেই। অর্থের অভাবে প্রিয়জনকে ঈদ উপহার কিনে দিতে পারছে না তারা।এমন পরিস্থিতিতে কিছু দুঃস্থ মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণের এই উদ্যোগ নিয়েছে ছিপাতলী ইউনিয়নে ছাত্রলীগ।