জয় নেহাল মানবিক ইউনিটের সৌজন্যে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

প্রকাশিত: ১০:৫২ অপরাহ্ণ, জুন ১৮, ২০২২
কে এম শাহীন রেজা, কুষ্টিয়া জেলা প্রতিনিধি।।
কুষ্টিয়া জয় নেহাল মানবিক ইউনিটের সৌজন্যে কুষ্টিয়া হরিপুরে দি ওল্ড কুষ্টিয়া হাই স্কুল এর এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা-২০২২ অনুষ্ঠিত হয়। গত ১৭ জুন শুক্রবার বিকেলে উক্ত শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আশরাফুল হক উজ্জ্বলের পরিচালনায় উক্ত বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হরিপুর ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাক হোসেন মাসুদ, সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত প্রতিষ্ঠানের সভাপতি হাজী মোঃ আবুল কাশেম। এছাড়াও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হরিপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক আরিফ ও আফসানা বেগম।
হরিপুর ইউনিয়নের স্বনামধন্য বিদ্যাপীঠ দি ওল্ড কুষ্টিয়া হাইস্কুল সূত্রে জানা গেছে, এবার এসএসসি পরীক্ষা দিবে সর্বমোট ৩৮৬ জন শিক্ষার্থী। উক্ত শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের পাশে দাঁড়িয়েছেন আমেরিকা প্রবাসী জয় নেহালের প্রতিষ্ঠিত জয় নেহাল মানবিক ইউনিট। উক্ত শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে অবস্থিত কবি আজিজুর রহমান হলে উক্ত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে জয় নেহাল মানবিক এর পক্ষ থেকে প্রত্যেক পরীক্ষার্থীদের হাতে পরীক্ষার উপকরণ তুলে দেন প্রতিষ্ঠানের সভাপতি, ইউনিয়নের চেয়ারম্যান সহ আরো অনেকে। উল্লেখ্য জয় নেহালের পিতা প্রফেসর শেখ নেহাল উদ্দীন এক বার্তায় বলেন, তিনি নিজে গ্রামে বসবাস করে আল্লাহর অশেষ মেহেরবাণীতে শিক্ষা জীবনে সফলতা অর্জন করেছিলাম।
তেমনই আজকের এসএসসি পরীক্ষার্থীদের উৎসাহ প্রদান করার জন্য পরীক্ষার্থীদের মাঝে কিছু শিক্ষা উপকরণ সামগ্রী বিতরণ করেন জয় নেহাল মানবিক ইউনিট। ইনশাআল্লাহ, আল্লাহ তৌফক দিলে জয় নেহাল মানবিক ইউনিট সমাজের সর্বক্ষেত্রে নিজেদের অংশ গ্রহন নিশ্চিত করবেন।



error: Content is protected !!