এ জি মুন্না- নীলফামারী জেলা প্রতিনিধি:যে গ্রামের মানুষের স্নেহ ও ভালোবাসায় মনোয়ারার বড় হয়ে উঠা, মৃত্যুর পর সেই চিরচেনা গ্রামেই তার লাশ প্রবেশ করতে দিলো না এলাকাবাসী।
মঙ্গলবার (৯ জুন) এমনই এক মর্মান্তিক ঘটনা ঘটেছে নীলফামারীর জলঢাকা উপজেলার পৌর এলাকার ৩ নম্বর ওয়ার্ডের বগুলাগাড়ী গ্রামে। মনোয়ারা ওই গ্রামের মোজদুলের মেয়ে।
এক সন্তানের জননী মনোয়ারা বেগম (৩০) করোনা আক্রান্ত হয়ে মঙ্গলবার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।
জলঢাকা উপজেলা চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুরের হস্তক্ষেপে প্রশাসনের সহায়তায় ইসলামী ফাউন্ডেশনে মাধ্যমে জানাজা শেষে মাগরিবের পূর্বে শহরের আউলিয়াখানা নদীর ধারে মনোয়ারা বেগমের লাশ দাফন করা হয়।