জলসুখায় এক্সেভেটর দিয়ে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে জড়িত ৩ জনের প্রত্যেককে ১ মাস করে বিনাশ্রম কারাদন্ড

প্রকাশিত: ১১:৪২ অপরাহ্ণ, ডিসেম্বর ২০, ২০২০

নিজস্ব প্রতিনিধি-

আজমিরীগঞ্জের জলসুখায় এক্সেভেটর মেশিনের মাধ্যমে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে জড়িত ৩ জনের প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন, উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মতিউর রহমান খাঁনের ভ্রাম্যমাণ আদালত।
জানা যায় আজমিরীগঞ্জের জলসুখার পাটুলিপাড়া এলাকায় আজ রবিবার সন্ধ্যা অনুমানিক সাড়ে ৭ টায় অর্থাৎ রাতের আঁধারে লোকচক্ষুর অন্তরালে এক্সেভেটর মেশিনের
মাধ্যমে অনুমোদন বহির্ভূত ভাবে ভূগর্ভস্থ মাটি উত্তোলন করছিল।
গোপনসূত্রে থবর পেয়ে, উপজেলা নির্বাহী অফিসার ঘটনাস্হলে ছুঁটে যান এবং অভিযান পরিচালনা করেন। একই সময়,
অনুমোদন বহির্ভূতভাবে যান্ত্রিক উপায়ে ভূগর্ভস্থ মাটি উত্তোলনের দায়ে-
ভোলার চরফ্যাশনের হাজারীগঞ্জের বাসিন্দা মৃত- ফরিদ উদ্দিনের পুত্র মেহেদি হাসান (২১), নোয়াখালীর চরজব্বারের চরবৈশাখীর বাসিন্দা মৃত- জাকির হোসেনের পুত্র করিম মিয়া (৩৮) ও একই এলাকার অর্থাৎ জলসুখার পাটুলিপাড়ার বাসিন্দা মৃত- লদু উল্লাহর পুত্র অলি মিয়া (৬২) কে
হাতেনাতে গ্রেফতার করা হয়। পর
গ্রেফতারকৃত তিনজনের প্রত্যেককে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুসারে ০১ (এক) মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন, উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মতিউর রহমান খাঁনের ভ্রাম্যমাণ আদালত।
অভিযানে এস আই লিটন মিয়ার নেতৃত্বে আজমিরীগঞ্জ থানা পুলিশের একটি দল সহযোগিতা করে।
পরিবেশ সংরক্ষণে এধরণের অভিযান অব্যাহত থাকবে।




error: Content is protected !!