জলসুখায় দুই সন্তানের জননীর ঝুলন্ত মরদেহ উদ্ধার হত্যা নাকি আত্মহত্যা এ নিয়ে চলছে জল্পনা পরিবারের সদস্যরা আত্মগোপনে

প্রকাশিত: ১২:৫১ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৫, ২০২২

নিজস্ব প্রতিনিধি- আজমিরীগঞ্জের জলসুখার অনন্তপুর গ্রামের বাসিন্দা দুবাই প্রবাসী মোঃ সুরুজ মিয়ার স্ত্রী ও দুই সন্তানের জননীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এটি হত্যা নাকি আত্মহত্যা এ নিয়ে চলছে জল্পনা। বিষয়টি নিয়ে এলাকায় ব্যপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এদিকে শ্বশুর শাশুড়ি সহ পরিবারের সদস্যরা ঘর তালাবদ্ধ করে আত্মগোপনে চলে গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়,
আজমিরীগঞ্জের জলসুখার অনন্তপুর গ্রামের বাসিন্দা মোঃ রাকিম মিয়ার পুত্র মোঃ সুরুজ মিয়া (৩২) জীবনযাত্রা উন্নয়নের সংকল্প নিয়ে অনুমানিক একযুগ পূর্বে মধ্যপ্রাচ্যের দেশ দুবাইয়ে পাড়ি জমায়। বিদেশে যাওয়ার ৬ বছর পর অর্থাৎ বিগত ৫ বছর পূর্বে দেশে এসে ১ নং আজমিরীগঞ্জ সদর ইউনিয়নের শুক্রীবাড়ি গ্রামের বাসিন্দা মোঃ জহিরুল মিয়ার কণ্যা মোছাঃ নাহিদা আক্তার ( ২৫) এর সহিত বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। বেশ কিছুদিন যাবৎ শ্বশুর, শাশুড়ি সহ পরিবারের লোকজনের সহিত কলহ চলে আসছিল বলে আশপাশের লোকজন জানায়। তারা আরও জানায়, গতকাল বুধবার বিকাল অনুমানিক ৩ টায় গৃহবধূ নাহিদা’র মরদেহ ঘরের তীরের সহিত উড়না পেছানো ঝুলন্ত অবস্হায় লোকজন দেখতে পায়। এ পর্যায়ে ওই গৃহবধূর শাশুড়ি উড়না কেটে দিলে মরদেহটি খাটের উপর পড়ে থাকে। এক ছাড়া ওই গৃহবধূর শরীরের বিভিন্ন অংশে দাগ ছিল। আশপাশের লোকজন তাকে উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে নিয়ে আসলে, কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এদিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্হলে এসে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে। পর লাশের সুরতহাল প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করেন। ঘটনার পর শ্বশুর শাশুড়ি সহ পরিবারের অন্যান্য সদস্যরা ঘর তালাবদ্ধ করে আত্মগোপনে চলে যায়। ওই গৃহবধূর দু’টি পুত্র সন্তান রয়েছে।
ছবি-




error: Content is protected !!