জাগ্রত ঝিনাইদহের পক্ষ থেকে অনাহারী অসহায়দের আহার কর্মসুচি

প্রকাশিত: ৮:৫৯ অপরাহ্ণ, আগস্ট ২৮, ২০২০

মোঃ শহিদুল ইসলাম, ঝিনাইদহ জেলা প্রতিনিধি

জাগ্রত ঝিনাইদহ নামক ফেসবুক ভিত্তিক একটি সামাজিক সংগঠনের পক্ষ থেকে অনাহারী অসহায়দের আহার কর্মসুচি অব্যাহত রয়েছে। সংগঠনটির ক্রিয়েটর আহসান হাবীব লিপ্টনের নেতৃত্বে বেশ কিছু উদ্দোমী যুবক ও যুবতির সেচ্ছায় সপ্তাহের প্রতি শুক্রবার শহরের মুজিব চত্তরে সীমান্ত হোটেলে এক বেলা আহারের কর্মসুচি পালিত হয়।
এ কাজের সহযোগিতা করেছেন, তারা, হলেন, আবু মোসাহীদ, ব্যাংকার সেন্টু, নাসির উদ্দিন, সমাজ সেবক হাজী সাফায়েত উল্লাহ, প্রবাসী সুমন হোসেন, আতিক, আশরাফুল, পলাশ, সিরাজুল ইসলাম, সৌরভ, সাহানেওয়াজ উজ্জল, মাসুদ আশরাফুননেচা আশা, ময়না, সাজ্জাত, রাইহান, সরওয়ার সহ আরো অনেকে। সংগঠনটি আরো ভালো কিছু কাজ নিয়ে ঝিনাইদহের মানুষের পাশে দাড়াতে চাই।




error: Content is protected !!